বেক্সিমকো সহ বাকি ৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: এবার বাকি থাকা ৬ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করে নিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এরমধ্যে ৩ কোম্পানির উপর থেকে আগামি কার্যদিবস থেকেই এবং বাকি ৩টির উপর ১৪ আগস্ট থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
কমিশনের নতুন সিদ্ধান্তে রবিবার থেকে বেক্সিমকো, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার হবে। আর আগামি ১৪ আগস্ট থেকে বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামে ফ্লোর প্রাইস থাকবে না।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি ৬টি কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নিয়েছিল কমিশন। এরমধ্যে রেকর্ড ডেটের দিন ফ্লোর উঠে বৃটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন ও রবি আজিয়াটার। আর আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা ও রেনেটার উপর থেকে তাৎক্ষনিক তুলে নেওয়া হয়।
এর আগে গত ২২ জানুয়ারি ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করে নেয় কমিশন। যার আগে গত ১৮ জানুয়ারি ৩৫টি রেখে বাকি সব কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস তুলে নিয়েছিল কমিশন। যার পরে ২ কার্যদিবসের মাথায় বা ২২ জানুয়ারি ওই ৩৫টির মধ্য থেকে ১২টি রেখে ২৩টি থেকে ফ্লোর প্রাইস তুলে নেয় কমিশন।
Down market a short sell chara bebsha kora jai na,short sell er choranto onomodon kobe dibe news koren.