প্রাণ- আরএফএল কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক:নরসিংদীর পলাশ উপজেলায় প্রাণ-আরএফএল গ্রুপের ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন লাগার খবর পাওয়া গেছে।
পলাশ ফায়ার সার্ভিস ও পার্কের শ্রমিকরা জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পিএইচ ফোম (ওয়ান টাইম) শাখায় আগুন লাগে।
খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশন, নরসিংদী ও মাধবদীর সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।
পরে তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে এলেও পিএইচ ফোম শাখা আগুনে পুড়ে যায়।পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী জানান,তদন্ত সাপেক্ষে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।