আজ: শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ইং, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ অগাস্ট ২০২৪, শনিবার |

kidarkar

বুকে ব্যথা নিয়ে মঞ্চে সালমান, কী হয়েছে ভাইজানের

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান খান সম্প্রতি শিশুদের একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের মঞ্চের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে তাকে দেখা যায়, বুকের অসহ্য যন্ত্রণায় আক্রান্ত হয়েছেন তিনি। এমন কি ঠিক মতো নড়া-চড়াও করতে পারছিলেন না এ অভিনেতা। শুধু তা-ই নয়, সোফা থেকে উঠতে গিয়েও সালমানের চেহারায় বুকের তীব্র যন্ত্রণার দৃশ্য ফুটে উঠছে।

‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে জানা গেছে, সালমান পাঁজরে আঘাত পেয়েছেন। তবে শারীরিক পরিস্থিতি যেমনই হোক না কেন, কাজের বেলা তিনি অবিচল। তাই তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী তথা স্বনামধন্যা সমাজকর্মী আম্রুতা ফড়নবিসের আমন্ত্রণ পেয়েই সেই অনুষ্ঠানে যোগ দেন সালমান খান।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সালমানের পরনে ধূসর টি-শার্ট। চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। সোফা থেকে উঠতে গিয়ে বেগ পেতে হচ্ছে বলিউডের তারকাকে। এ অনুষ্ঠানে সোনালি বেন্দ্রেও উপস্থিত ছিলেন। অভিনেত্রীকে অভিবাদন জানাতে যখনই সালমান উঠে দাঁড়াতে যাবেন, ঠিক তখনই আবার বিপত্তি দেখা দেয়। বুকের ব্যাথায় নড়তে পারছিলেন না সালমান।

এ অনুষ্ঠানের উপস্থাপক জানান, সালমান খান পাঁজরের হাড়ে আঘাত পেয়েছেন। এরপরেও অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন। এ জন্য সালমানকে ধন্যবাদ জানান সঞ্চালক আম্রুতা ফড়নবিস। বলিউড সুপারস্টারের এমন অবস্থা দেখে ভক্ত-অনুরাগীরা ভীষণ উদ্বিঘ্ন হয়ে পড়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সবাই।

এদিকে একই অনুষ্ঠান থেকে আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে সালমানকে যন্ত্রণা নিয়েও নাচতে দেখা যায়। যা দেখে ভক্তরা ভাইজানকে ‘আহত বাঘ’ বলেও সম্বোধন করেছেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.