নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিককালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ভুক্তভোগী বন্যার্তদের জন্য তাৎক্ষণিক সাহায্য এবং পরবর্তী স্বাস্থ্য সেবায় এগিয়ে এলো ঐতিহ্যবাহী সংগঠন আলিগড় ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ১৯৪৮ সালে ঢাকায় স্থাপিত এই অলাভজনক, অরাজনৈতিক, সেবামূলক, সামাজিক সংগঠনটি গত ২৫ আগস্ট ২০২৪ রোববার নোয়াখালীর বেগমগঞ্জে সাম্প্রতিক বন্যায় দূর্গতদের মাঝে শুকনা খাবার সহ ত্রাণ সামগ্রী বিতরণ করে। এসময় স্থানীয় প্রশাসনের সাথে সংগঠনটির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব মোক্তার হোসেন চৌধুরী সহ কয়েকজন সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান এবং ‘আলীগড় ওল্ড বয়েজ এসোসিয়েশন অব বাংলাদেশ’-এর ভাইস-প্রেসিডেন্ট মুক্তার হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম বাবু, জেনারেল সেক্রেটারি মোঃ আব্দুল কাদের কিবরিয়া, সম্মানিত সদস্য কাজী তসলিম হাসান এলেন এবং অন্যান্য কর্মকর্তারা।