প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি
সাকিবসহ সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করলো বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ক্রিকেটার সাকিব আল হাসান ও মো. আবুল খায়ের হিরুসহ সাত ব্যক্তি প্রতিষ্ঠানকে ১ কোটি ৬৩ লক্ষ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার ফলে সাকিব আল হাসানকে ৫০ লক্ষ ও আবুল খায়ের হিরোকে ২৫ লক্ষ এবং সাকিব ও হিরুর মালিকানাধীন প্রতিষ্ঠান মোর্নাক মার্ট লিমিটেডকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও, শেয়ারের লেনদের কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘন করার আবুল কালাম মতব্বরকে ২৫ লক্ষ ও এশাল কমিউনিকেশন লিমিটেড কে ৭৫ (পঁচাত্তর) লাখ টাকা, লাভা ইলেক্ট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কে ১ (এক) লাখ টাকা এবং মো. জাহেদ কামালকে ১ (এক) লাখ টাকা জরিমানা করা হয়।