চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এর ১১তম বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদকঃ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ১১তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর শুটিং ক্লাবে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর মাননীয় ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আকতার এবং পরিচালনা করেন কোম্পানী সেক্রেটারী জনাব জি. এম রাশেদ।
অনুষ্ঠানে কোম্পানীর সিইও জনাব এস এম জিয়াউল হক, এফএলএমআই এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্ধ সহ কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানীর গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং নির্ধারিত আলোচ্যসূচী অনুযায়ী আলোচনা করা হয় ও ভোটের মাধ্যমে আলোচ্য বিষয়সমূহ অনুমোদিত হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২.৫ (দুই দশমিক পাঁচ) শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে মাননীয় ভাইস চেয়ারম্যান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা তাদের নিজ নিজ বক্তব্যে কোম্পানীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সেই সাথে আগামীতে সম্মানীত শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন।