তিন গুণ প্রতিষ্ঠানের দরপতন তবুও ইতিবাচক পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক: আগেরদিনের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৫ পয়েন্টের বেশি।
কিন্তু এমন উত্থান প্রবণতার মধ্যেও আজ যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, তারচেয়ে প্রায় তিনগুণ প্রতিষ্ঠানের দাম কমেছে। আজ ডিএসইতে দাম বেড়েছে ৯৩টি প্রতিষ্ঠানের। বিপরীতে কমেছে ২৬২টি প্রতিষ্ঠানের।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনের শুরুতে অনেক চাঙ্গাভাবে উভয় বাজারে লেনদেন হতে দেখা যায়। ডিএসইতে প্রথম ১০ মিনিটের মধ্যে সূচক ৬৫ পয়েন্ট বেশি বেড়ে লেনদেন হয়।
এরপর বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে সূচক কমতে থাকে। বেলা ১১টা ১৮ মিনিটে সূচকের উত্থান নেমে যায় ৩৪ পয়েন্টে এসে থেমে যায়। তারপর সামনে-পেছনে করে বেলা ১ টাকা ৪২ মিনিটে সূচক আবারও ৬৩ পয়েন্টে ঊর্ধ্বগামী হয়। এরপর সূচক আবারও পেছনে আসতে থাকে। যা শেষ বেলায় সাড়ে ১৭ পয়েন্টে স্থির হয়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ মূলত ইসলামী ব্যাংকের শেয়ারের কারণেই বাজার ঊর্ধ্বমুখী ধারায় থাকে। এদিন ইসলামী ব্যাংকের শেয়ারের কারণেই ডিএসইর সূচক ইতিবাচক হয় ২৫ পয়েন্টের বেশি।
তবে এদিন ডিএসইতে লেনদেন ইতিবাচক প্রবণতায় শেষ হলেও সিএসইতে লেনদেন শেষ হয় নেতিবাচক প্রবণতায়।
I am not understanding the meaning of this valueless post/news.
Till public shares holders are loosing their capital, nothing improvement achieved.
মার্কেটে এখনো দরবেশ আছে কিনা,মার্কেটের অবস্থা এখন তো আগের চেয়ে ও বেশি খারাপ।