বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন শীর্ষক সেমিনার গতকাল জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন মাসিক ইতিহাস অন্বেষার সম্পাদক ও প্রকাশক এস এম নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেঃ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থিত থাকার কথা থাকলেও পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ডক্টর আলী আফজাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার মাধ্যমে তিনি তার বক্তব্য শুরু করেন। মাননীয় কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ড. আফজাল অনেকটা দুঃখের সাথেই বলেন, কৃষি খাতের এই বিশাল ক্ষেত্রের সমন্বয় ও উন্নয়নের বিষয়ে সকল সরকারই উদাসীন ছিল। তবে তিনি আশা প্রকাশ করেন বর্তমান সরকার এই বিষয়ে যথাযথ গুরুত্ব দেবেন।
এছাড়া আলোচনায় আরও উপস্থিত ছিলেন অভিজ্ঞ কৃষিবিদ ও সামরিক/বেসামরিক সূধীজন