আজ: শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ইং, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

ক্যাটাগরি পরিবর্তনের নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মোতাবেক দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একযোগে ২৮টি কোম্পানির শেয়ার ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে। পুঁজিবাজারের এ সংকটকালীন সময়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসইর হঠাৎ এমন সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিলেন না কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা। ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যার নেতিবাচক প্রভাব দেখা গেছে আজকের লেনদেনে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। একই সঙ্গে প্রায় তিনশো শেয়ারের দরপতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৭ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৩৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩১ দশমিক ২৫ পয়েন্ট কমে ১২৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০ দশমিক ১২ পয়েন্ট কমে ২০৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭২টি কোম্পানির, বিপরীতে ২৯৯ কোম্পানির দর কমেছে। আর ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

১২ উত্তর “ক্যাটাগরি পরিবর্তনের নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে”

  • মোঃগোলাম হোসে says:

    এমন একটি পরিস্থিতি হয়েছে, যেখানে মানুষ বিনিয়োগ করে একটু ব্যবসা করার আাশায়,আজ যা বিনিয়োগ করে কালকে তার মাথায় হাত দিয়ে ভাবে কেন
    এলাম পুঁজি বাজারে -এভাবে
    এক সময় নিঃশ্ব হয়ে যায়। এটা পুঁজি বাজার নয় ফটকাবাজারে রুপান্তরিত হয়ে গিয়েছে, হয়তো এই বাজার ঠিক করুন নয়তো বন্ধ করে দেন, মানুষকে বাঁচান, মানবতার নির্দলীয় মাননীয় সরকার নোবেল শান্তি বিজয়ী ডাঃ ইউনুস আপনি পুঁজি বাজারে সত্যবান নিষ্ঠাবান লোক নিয়োগের মাধ্যমে সংস্কার করুন নইলে মানুষ নিঃশ্ব হয়ে,এ বাজার থেকে বেড়িয়ে আসবে, আপনার কাছে সবিনয়ে আবেদন করছি আমাদের বাঁচান

  • গোলাম কুদ্দুস says:

    সবাই আশাবাদীছিল যে, হাসিনা সরকারের পতনের পর শেয়ার বাজার ভাল হবে কিন্তু হচ্ছে তার উল্টো। এত খারাপ শেয়ার বাজার আমি কোন সময় দেখিনি। তাই ড:ইউনুস স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি শেয়ার বাজার ভাল করার জন্য নচেত সাধারণ বিনিয়োগ কারীরা পথের ফকির হয়ে যাবে।

  • Jakir Hosan says:

    প্রত্যাশা ছিল অনেক,,, কিন্তু বিপরীত চিত্র।

  • জাকির says:

    প্রত্যাশা ছিল অনেক,,, কিন্তু বিপরীত চিত্র।

  • Anonymous says:

    দয়া করে শেয়ার মার্কেট কিছু দিন বন্ধ করে দিন। না হলে সবই নিঃশ হয়ে যাবে।

  • বেলাল says:

    বিনিওগকারিরাশটিকবিচারপাবেশটিকতদনতোকরেশাদরনবিনিওকগকারিদেরবাচিয়েনেয়াহোকআইনেপতিমানুশেরআচতাফিরেআশুক

  • সৈকত আপন says:

    বিনোয়োগকারীদের Heart Attack এর কবল থেকে রক্ষা করার মানসে সবাই এগিয়ে আসুন, বিনিয়োগ নারীদের জীবন রক্ষা করুন, এইভাবে একটা পূঁজিবাজার চলতে পারেনা,পূজি হারাতে হারাতে আজ সবাই নিঃস্ব।স

  • ড. মুহাম্মদ ইসমাইল হোসেন says:

    পূঁজিবাজার পরিচালনায় সরকারের ভুল নীতিসহ সেখানে ভুয়া কর্মকর্তা নিয়োগ প্রদান এখনো অব্যাহত আছে! পূঁজিবাজারের প্রতি বর্তমান সরকারও উদাসীনতা প্রদর্শন করে চলেছেন !

  • Kamrujjaman says:

    প্রিয় শেয়ার বাজার কণর্ধার
    আপনারা যারা a/b category share কে z category তে transfer করেছেন তারা কি একবার ভেবেছেন এ-র প্রভাবে সাধারণ বিনিয়োগকারিদের কি Looseহবে ? আপনারা এটা করার আগে একবার ভেবেছেন সাধারণ বিনিয়োগকারির কতটা Loose হবে, কোমপানিগুলিেকে জানিয়েছেন সাধারণ বিনিয়োগ কারি দের Loose দায়ভার আপনাদের নিতে হবে। আশা করি সাধারণ বিনিয়োগ কারি দের কথা চিন্তা করে decision নিবেন।

  • রাশিদা পারভীন says:

    দেশ স্বাধীন হয়েছে, ভেবে ছিলাম আত্মহত্যা র হাত থেকে রক্ষা পাবে কিন্তু এখন আরো ভয়াবহ অবস্থা বিনিয়োগ কারীদের বাঁচান, ডক্টর ইউনুস স্যার ছাত্র দের ডাকে সাড়া দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে দেশ গড়ার কাজে এগিয়ে এসেছেন,স্যার সহ সকল উপদেষ্টা দের একটু খেয়াল দেয়ার আবেদন করছি আমরা ক্ষুদ্র বিনিয়োগ কারী বাজার খারাপ দেখে যা ছিল সব বিক্রি করে অনেক দামে কেনা শেয়ার এডজাস্ট করার জন্য স্বাধীনতার পর আবার কিনি কিন্তু এক একটা আইন জারী করার সাথে সাথে এ সপ্তাহে বাজার সর্ব নিম্নে চলে যায় এখন সব হারিয়ে আমাদের ভাত খাওয়ার টাকা নেই, তাই অর্থ উপদেষ্টা স্যার আপনি আমাদের এই করুন অবস্থা থেকে বেড়িয়ে আসার ব্যাবস্হা করেন একটা স্বচ্ছ ও জবাব দিহি মুলক বাজারে পরিনত করেন। এটা একটা হালাল ব্যাবসায় পরিনত করেন কারন অনেক বিনিয়োগ কারী মহিলা ও রয়েছেন, নিরাপদ বাজারে পরিনত করেন।

  • সিদ্দিক says:

    যে অমানুষটা এতটুকু চিন্তা করল না পুঁজিবাজারে এই ক্লান্তি লগ্মে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবেনা শুধু নিজের ক্ষমতা দেখানোর জন্য লক্ষ্ লক্ষ বিনিয়োগ কারী আজ সব হাড়িয়ে পথে নামার অবস্থা সেই অমানুষকে সেই অদক্ষ অযোগ্য লোককে আমরা শেয়ার বাজারে দেখতে চাইনা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.