আজ আসছে ৩৬ কোম্পানির লভ্যাংশ -ইপিএস
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬ কোম্পানির লভ্যাংশ এবং ইপিএস প্রকাশ সংক্রান্ত বোর্ড সভা আজ রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: শ্যামপুর সুগার, মালেক স্পিনিং, সালভো কেমিক্যাল, জাহিন স্পিনিং, বিডি ল্যাম্পস, অলিম্পিক এক্সেসরিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ডরিন পাওয়ার, জেনেক্স ইনফোসিস, ভিএফএস থ্রেড ডাইং, দুলামিয়া কটন, সী পার্ল, টেকনো ড্রাগস, কাশেম ইন্ডাস্ট্রিজ, এএমসিএল (প্রাণ), রিংশাইন, একমি ল্যাবরেটরিজ, আফতাব অটোমোবাইলস, জিলবাংলা সুগার, সালভো কেমিক্যাল , খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বিডি অটোকার্স, রহিমা ফুড, রংপুর ফাউন্ড্রি, ইনটেক অনলাইন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, নাভানা সিএনজি, এমজেএল বাংলাদেশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, স্যোসাল ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স এবং এক্সিম ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগারের ২.৩৫টায়, মালেক স্পিনিংয়ের বিকাল ২.৪৫টায়, সালভো কেমিক্যালের বিকাল ৩টায়, জাহিন স্পিনিংয়ের বিকাল ৩টায়, বিডি ল্যাম্পসের বিকাল ৩টায়, অলিম্পিক এক্সেসরিজের বিকাল ৩টায়, মিরাকল ইন্ডাস্ট্রিজের বিকাল ৩টায়, ডরিন পাওয়ারের বিকাল ৩টায়, জেনেক্স ইনফোসিসের বিকাল ৩টায়, ভিএফএস থ্রেড ডাইংয়ের বিকাল ৩টায়, দুলামিয়া কটনের বিকাল ৩টায়, সী পার্লের বিকাল ৩টায়, টেকনো ড্রাগসের বিকাল ৩টায়, কাশেম ইন্ডাস্ট্রিজের বিকাল ৩টায়, এএমসিএলের (প্রাণ) বিকাল ৩টায়, রিংশাইনের বিকাল সাড়ে ৩টায়, একমি ল্যাবরেটরিজের বিকাল সাড়ে ৩টায়, আফতাব অটোমোবাইলসের বিকাল সাড়ে ৩টায়, জিলবাংলা সুগারের বিকাল ৩.৪০টায়, খুলনা পাওয়ারের বিকাল ৪টায়, শাহজিবাজার পাওয়ারের বিকাল ৪টায়, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের বিকাল ৪টায়, বিডি অটোকার্সের বিকাল ৪টায়, রহিমা ফুডের বিকাল ৪টায়, রংপুর ফাউন্ড্রির বিকাল ৪টায়, ইনটেক অনলাইনের বিকাল ৪টায়, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিকাল ৪টায়, নাভানা সিএনজির বিকাল সাড়ে ৪টায়, এমজেএল বাংলাদেশের বিকাল ৫টায়, ইউনিয়ন ইন্স্যুরেন্সের বিকাল ২.৩০টায়, স্যোসাল ইসলামী ব্যাংকের বিকাল ২.৪৫টায়, রূপালী ব্যাংকের বিকাল ৩টায়, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের বিকাল ৩টায়, ফারইস্ট ফাইন্যান্সের বিকাল ৩টায় এবং এক্সিম ব্যাংকের বোর্ড সভা বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগার, মালেক স্পিনিং, সালভো কেমিক্যাল, জাহিন স্পিনিং, বিডি ল্যাম্পস, অলিম্পিক এক্সেসরিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ডরিন পাওয়ার, জেনেক্স ইনফোসিস, ভিএফএস থ্রেড ডাইং, দুলামিয়া কটন, সী পার্ল, টেকনো ড্রাগস, কাশেম ইন্ডাস্ট্রিজ, এএমসিএল (প্রাণ), রিংশাইন, একমি ল্যাবরেটরিজ, আফতাব অটোমোবাইলস, জিলবাংলা সুগার,সালভো কেমিক্যাল , খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বিডি অটোকার্স, রহিমা ফুড, রংপুর ফাউন্ড্রি, ইনটেক অনলাইন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, নাভানা সিএনজি ও এমজেএল বাংলাদেশের বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
আর ইউনিয়ন ইন্স্যুরেন্স, স্যোসাল ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স এবং এক্সিম ব্যাংকের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
তিতাসের ভবিষ্যত কি হবে কেউ জানেন? ডাকাতেরা সব লুট করে খেয়েছে। কি হবে শেয়ার হোল্ডারদের?
[10/17, 15:11] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
শেয়ার বাজার কে আরো আধুনিক করতে হবে।
অ্যাকাউন্ট ব্যাংকের সাথে যুক্ত করতে হবে।
যাতে সমগ্র বাংলাদেশের মানুষ সরকারি আধা সরকারি কর্মকর্তা কর্মচারী সহজে লেনদেন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
আমরা নিজেরা নগদ বিকাশ রকেট এর মাধ্যম এ টাকা জমা দিব।
তোলার সময় যাতে সহজে তুলতে পারি ভুতের মাধ্যমে সেই ব্যবস্থা করতে হবে।
বিএসসির চেয়ারম্যানের বরাবর আবেদন শেয়ার মার্কেট কে আরো দ্রুত ডিজিটাল করেন।
এতে মানুষের আস্তা এবং বিশ্বস্ততা বাড়বে।
আল্লাহ হাফেজ।
[10/19, 10:26] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
শেয়ার বাজার কে যতদিন
ডিজিটাল না করবেন ততদিন দুর্বল থাকবে
বোকারেস হাউস এর পাশাপাশি সমগ্র বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাকাউন্ট যোগ করে দেন।
সারাদেশের শিক্ষিত মানুষ ব্যবসায়িক মানুষ
শেয়ার ব্যবসায়ী অংশগ্রহণ করতে পারবে। গোপনীয়তা আরো মজবুত করতে হবে।
মানুষের কোটি কোটি টাকার ব্যবসা
খুব তাড়াতাড়ি ডিজিটাল করা উচিত।
আমার টাকা আমি যখন খুশি তুলবো এবং যখন খুশি জমা দিব।
ডিএসসি এবং বিএসসি এর নিকট আকুল আবে বিনো কারীদের দিকে তাকিয়ে না হলেও দেশের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ডিজিটাল করেন।
আল্লাহ তালা আপনাদের সঠিক জ্ঞান দান করেন।
আমিন
[10/21, 15:12] Md.alamgir hossain: বিসমিল্লাহিররাহমানিররাহিম,বিএসইসির নিকট আকুল আবেদন
যে সকল কোম্পানি শেয়ার মার্কেটে আসবে
তাদেরকে কখনো ক্যাটাগরিতে নিবেন না।
এ এবং বি ক্যাটাগরিতে রাখবেন তা না হলে বেনুকারীদের অবস্থা খারাপ হবে।
জেড ক্যাটাগরিতে গেলে কোম্পানির লাভ।
বিনিয়োগকারীদের লস
[10/21, 17:03] Md.alamgir hossain: বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আমার মতাম,
বাংলাদেশে শেয়ার বাজারে,
বেসরকারি প্রতিষ্ঠানেশেয়ারের পরিমাণ ৩০ কোটি এর বেশি হওয়া উচিত নয়।
এবং সরকারি কোম্পানি ৫০ কোটি শেয়ারের বেশি হওয়া
উচিত না।
তাহলে বাজার ভালো থাকবে।
[10/27, 18:51] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
করুনার সময় মার্কেট ওটু বাড়ানো হয়েছিল
এখন মাঝে মাঝে ফটো বাড়ানো উচিত।
বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আবেদন বিষয়টা দেখবেন।
[10/27, 19:04] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আকুল আবেদন
মার্কেটে কোন কোম্পানি আসার পর
জেট ক্যাটাগরিতে দেওয়া যাবে না।
এতে করে গ্রাহকের চরম ক্ষতি হয়।
বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করা হল।
[10/27, 19:08] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
শেয়ার মার্কেট একটি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান।
এখনো বোকারেজ হাউস নির্ভর।
এতে মানুষের আস্থা
কম।
ব্যাংকের সাথে এড করে দেন যাতে করে মানুষ সহজে লেনদেন করতে পারে।
মান্দাতার আমলের সিস্টেমে পড়ে আছেন।
বিএসইসিএর নিকট আকুল আবেদন
যে কোন কোম্পানি শেয়ার মার্কেটে থাকতে হলে সর্বনিম্ন ১% হলেও বোনাস দিতে হবে নতুবা মার্কেট থেকে বাদ দেওয়া উচিত।
জেট ক্যাটাগরি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
এতে বিনিয়োগকারীদের ক্ষতি হয় কোন লাভ নেই।
চোর মুক্ত দেশ হলে সবই সম্ভব