আজ: শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ইং, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

ঋণের টাকা ফেরত চেয়ে সাকিবকে ৩০ দিনের আল্টিমেটাম আইএফআইসি ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মালিকানাধীন ‘সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড’-এর কাছে ঋণের টাকা আদায় করতে পারছে না আইএফআইসি ব্যাংক। অবশেষে কোম্পানিটির কাছে আটকা টাকা ফেরত চেয়ে ৩০ দিনের আল্টিমেটাম দিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আইএফআইসি ব্যাংকের বনানি শাখা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে এই লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, ব্যাংকটি পাওনা টাকা আদায়ে নানা চেষ্টা রে আসছিল। কিন্তু কোনবাবে টাকা ফেরতে দিচ্ছিল না কোম্পানিটি। বাধ্য হয়ে ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে পাওনার ৪ দশমিক ১৪ কোটি টাকা শোধ করতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে পরিশোধ না হলে কোম্পানির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে ব্যাংক কর্তৃপক্ষ।

লিগ্যাল নোটিশে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড’ এর চেয়ারম্যান হিসেবে সাকিব দায়িত্ব পালন করছেন। কোম্পানিটির কার্যক্রম চলমান রয়ছে সাতক্ষীরায় জেলায়। কোম্পানিটি ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এক কোটি এবং টার্ম লোন হিসেবে ১ দশমিক ৫০ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। পরবর্তীতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে স্থানান্তর করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংককে চলতি বছরের ৪ সেপ্টেম্বর দুটি চেক দেয়। তবে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স করা হয়ছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে ঋণ পরিশোধের জন্য এবার ৩০ দিনের সময়সীমা বেধে দেয় ব্যাংকটি।

উল্লেখ্য, ক্রিকেটার সাকিব আল হাসান বিগত ২০১৬ সালে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের দাতিনাখালি এলাকায় সড়কের ধারে গড়ে তোলেন একটি কাঁকড়া খামার। নাম দেন ‘সাকিব আল হাসান এগ্রো ফার্ম’। ২০২১ সাল থেকে কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয়। এখন সুদে-আসলে বর্তমানে সাকিবের কোম্পানির কাছে মোট পাওনা ৪ দশমিক ১৪ কোটি টাকা। মূলত পতিত সরকারের এমপি থাকাকালীন সময় ঋণ পরিশোধের মানসিকতা হারান সাকিব। তবে সরকার বদলের পর তিনি দেশে ফেরার ঘোষণা দিলেও আর আসেন নি।

২১ উত্তর “ঋণের টাকা ফেরত চেয়ে সাকিবকে ৩০ দিনের আল্টিমেটাম আইএফআইসি ব্যাংকের”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.