লভ্যাংশ -ইপিএস ঘোষণার তারিখ জানাল ৩২ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানি লভ্যাংশ ও ইপিএস প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : জেমিনি সী ফুড, এসএস স্টিল, আফতাব অটো, খান ব্রাদার্স, ওয়াটা কেমিক্যাল, খুলনা পাওয়ার, আমান কটন ফাইব্রার্স, আমান ফিড, নাভানা সিএনজি, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, কোহিনুর কেমিক্যাল, ফু-ওয়াং সিরামিক, ওয়াইম্যাক্স, মীর আক্তার হোসাইন, হা-ওয়েল টেক্সটাইল, টেকনো ড্রাগস, মুন্নু এগ্রো, সালভো কেমিক্যাল, এমএল ডাইং, কপারটেক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফাইবার্স, দেশবন্ধু পলিমার, লিগ্যাসি ফুটওয়্যার, ফার কেমিক্যাল, রানার অটোমোবাইলস, মুন্নু সিরামিক, একমি পেস্টিসাইডস, বসুন্ধরা পেপার, কনফিডেন্স সিমেন্ট, আরডি ফুড এবং মেঘনা সিমেন্ট।
যেসব তারিখ কোম্পানিগুলোর বোর্ড সভা অনুষ্ঠিত হবে
১৩ নভেম্বর : জেমিনি সী ফুড, আমান কটন ফাইব্রার্স, আমান ফিড, কোহিনুর কেমিক্যার, হা-ওয়েল টেক্সটাইল, সালভো কেমিক্যাল, কপারটেক ও রানার অটোমোবাইলস।
১৪ নভেম্বর : আফতাব অটো, খান ব্রাদার্স, ওয়াটা কেমিক্যাল, খুলনা পাওয়ার, নাভানা সিএনজি, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, ফু-ওয়াং সিরামিক, ওয়াইম্যাক্স, এসএস স্টিল, মীর আক্তার হোসাইন, টেকনো ড্রাগস, মুন্নু এগ্রো, এমএল ডাইং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফাইবার্স, দেশবন্ধু পলিমার, লিগ্যাসি ফুটওয়্যার, ফার কেমিক্যাল, মুন্নু সিরামিক, একমি পেস্টিসাইডস, বসুন্ধরা পেপার, কনফিডেন্স সিমেন্ট, আরডি ফুড ও মেঘনা সিমেন্ট।
কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুড ও এসএস স্টিলের বোর্ড সভায় লভ্যাংশ ঘোষণা করা হবে।
আর আফতাব অটো, খান ব্রাদার্স, ওয়াটা কেমিক্যাল, খুলনা পাওয়ার, আমান কটন ফাইব্রার্স, আমান ফিড, নাভানা সিএনজি, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, কোহিনুর কেমিক্যাল, ফু-ওয়াং সিরামিক, ওয়াইম্যাক্স, মীর আক্তার হোসাইন, হা-ওয়েল টেক্সটাইল, টেকনো ড্রাগস, মুন্নু এগ্রো, সালভো কেমিক্যাল, এমএল ডাইং, কপারটেক, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফাইবার্স, দেশবন্ধু পলিমার, লিগ্যাসি ফুটওয়্যার, ফার কেমিক্যাল, রানার অটোমোবাইলস, মুন্নু সিরামিক, একমি পেস্টিসাইডস, বসুন্ধরা পেপার, কনফিডেন্স সিমেন্ট, আরডি ফুড ও মেঘনা সিমেন্টের বোর্ড সভায় ইপিএস প্রকাশ করা হবে।
[10/30, 18:14] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম,
মাননীয় অর্থ উপদেষ্ট এবং বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আকুল আবেদন,
আমরা যাতে সহজে টাকা তুলতে এবং জমা দিতে পারি এজন্য ব্যাংকের মত বুধ তৈরি করা উচিত। বিকাশ এবং নগদ এর সাহায্যে টাকা তুলা এবং জমা করা যায়। সেই ব্যবস্থা করতে হবে।
প্রয়োজনে শেয়ার ব্যাংক করেন।অথবা ব্যাংক এর সাথে একাউন্ট যোগ করে দেন।
[11/4, 19:13] Md.alamgir hossain: আসসালামু আলাইকুম
করুনার সময় মার্কেট ওটু বাড়ানো হয়েছিল
এখন মাঝে মাঝে অটো বাড়ানো উচিত।
বিএসইসি চেয়ারম্যান মহোদয় এর নিকট আবেদন বিষয়টা দেখবেন।
[11/4, 19:16] Md.alamgir hossain: বিসমিল্লাহিররাহমানিররাহিম,
,বিএসইসির নিকট আকুল আবেদন
যে সকল কোম্পানি শেয়ার মার্কেটে আসবে
তাদেরকে কখনো জেটক্যাটাগরিতে নিবেন না।
এ এবং বি ক্যাটাগরিতে রাখবেন তা না হলে বিনিয়োগকারীদের অবস্থা খারাপ হবে।
জেড ক্যাটাগরিতে গেলে কোম্পানির লাভ।
বিনিয়োগকারীদের লস।