আজ: শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫ইং, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ নভেম্বর ২০২৪, বুধবার |

kidarkar

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলসহ সবুজ আহমেদ নামে এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার গড়চাপড়া মাঠ থেকে আগুনে পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

সবুজ হোসেন (৩৭) উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন।

পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার রাত ৮টায় নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে তার পোড়া মরদেহ ও মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পোঁছে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারনা, পূর্ব শত্রুতার জের অথবা ব্যবসা সম্পর্কিত দ্বন্দ্বের জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যার পর আগুনে ধরিয়ে পুড়িয়ে দেয়।  চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকটি বিষয় সামনে রেখে পুলিশি তদন্ত চলছে। দ্রুতই এ ঘটনার রহস্য উন্মোচন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.