আজ: শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ইং, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার |

kidarkar

১৫ বছর পর রিয়ালকে হারাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক : শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে চাপে রেখেছিল লিভারপুল। আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইংলিশ ক্লাবটি। বিরতির পর কাঙ্কিত সেই গোলের দেখা পায় তারা। সেটাও দুইবার। তাতে ১৫ বছর পর রিয়ালকে হারানোর স্বাদ নেয় লিভারপুল। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্না স্লটের দল।

বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারায় লিভারপুল। স্কোর লাইনটা ভিন্ন হতে পারতো, যদি না পেনাল্টি মিস হতো। রিয়ালের হয়ে পেনাল্টি মিস করেছেন কিলিয়ান এমবাপে এবং লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটে অ্যানফিল্ডকে উল্লাসে ভাসান ম্যাক অ্যালিস্টার। বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে বল জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার।

৫৯তম মিনিটে পেনাল্টি থেকে এমবাপের দুর্বল স্পট-কিক সহজেই ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কুইভিন কেলেহার। ৬৯তম মিনিটে লিভারপুলও পেনাল্টি পেয়েছিল, কিন্তু মোহাম্মদ সালাহ গোল করতে ব্যর্থ হন।

এরপর ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান হাকপো। রবার্টসনের ক্রসে বক্সে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই ডাচ ফরোয়ার্ড।

রিয়ালের বিপক্ষে লিভারপুলের সর্বশেষ জয়টিও ছিল এই অ্যানফিল্ডেই। ২০০৯ সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে তারা ৪-০ গোলে জিতেছিল।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.