নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে বিএসইসি সম্মতি দেয়নি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি আলোচিত সময়ে মোট ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ১ ডিসেম্বর, ২০২৪ তারিখ। তবে বিএসইসি স্টক ডিভিডেন্ডে সম্মতি না দেওয়ায় এই রেকর্ড তারিখ প্রযোজ্য হবে না।
এদিকে কোম্পানি জানিয়েছে, বিএসইসির অনুমোদন পেলে স্টক ডিভিডেন্ডের জন্য তারা নতুন রেকর্ড তারিখ ঘোষণা করবে।
স্টক ডিভিডেন্ট এর অনুমতি দিতে রেকর্ড ডেট পর্যন্ত যেতে হবে কেন???
এতে বিনিয়োগকারীরা ধোঁয়াশার মধ্যে থাকে।
এতে কার ক্ষতি??
এক মাস আগে বোনাস ডিক্লিয়ার করার পরেও এক মাসে কি সময় পাওয়া যায় না অনুমতি দিবে কি দিবে না বিএসসি।
এতে প্রমাণিত হয় আগের চেয়ারম্যান আর বর্তমান চেয়ারম্যানের মধ্যে কোন পার্থক্য নাই।
এরা একই জাতের মানুষ
একটা শেয়ারের ডিভিডেন্ড বিষয়ে সিদ্ধান্ত নিতে যদি এত সময় লাগে তাহলে পুরো শেয়ার মার্কেট নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে এই অযোগ্য কমিশনের কয়েক যুগ লেগে যাবে। এদের দিয়ে শেয়ার বাজারের উন্নতি আশা করা যায় না। শিবলী কমিশন থেকেও এরা অযোগ্য।
BSEC এর অনুমোদন ছারা রেকড’ ডেট কি করে। দিৃল।নিয়ম না থাকলে মণ্ণূ কোম্পাণীকে অপপ্রছারের জন্য সাস্তি দেন।। আমরা যারা কিনে ফেলেছি তাদের খতিপুরন দেয়ার ব্যাবসতা করুন।