পুঁজিবাজারের জন্য সুখবর! আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ ছাড়

নিজস্ব প্রতিবেদক:পুঁজিবাজারের স্থিতিশীলতার লক্ষ্যে বিনিয়োগ এবং উচ্চ সুদ হারে গৃহীত আমানত ঋণ পরিশোধসহ নিজস্ব বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির জন্য স্বল্প সুদ হারে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের জন্য (আইসিবি) ৩ হাজার কোটি টাকা ঋণ ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৪ শতাংশ সুদে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি এই অর্থ দিয়ে পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদ-আসলে ঋণ পরিশোধের জন্য দেড় বছর বা ১৮ মাস সময় পাবে আইসিবি। এই ঋণের গ্যারান্টি দিয়েছে সরকার।
বাংলাদেশ ব্যাংক ৪টি ব্যাংকের মাধ্যমে এই টাকা দিবে আইসিবিকে। এর মধ্যে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ৭০০ কোটি টাকা, প্রাইম ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকা, ঢাকা ব্যাংকের মাধ্যমে ৫০০ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ৮০০ কোটি টাকা।
It’s a excellent news
Jonab to increase daily volume in DSE more Banks & other healthy organisations besides icb has to be involved & funded on daily basis. As such the market will automatically become healthy.
আমার দরকার
যে সমস্ত কোম্পানির টাকার অভাবে বন্ধ হয়েছে, এবং ফিন্যান্সসিয়াল কোম্পানি গুলোকে টাকা রিন দিয়ে ভালো করার জন্য কোন ব্যবস্থা নেয়া হবে কি না? যদি একদম কমদামি সেয়ারের কোম্পানি গুলোকে টাকা না দেয়া হয় তাহলে, ৩ হাজার কেন ৩০ হাজার কোটি টাকা লোন দিলে ও সাধারন বিনিয়োগ কারীদের কোন লাভ হবেনা। কম দামি সেয়ার গুলোর অবস্থা ভালো করতে না পারলে সাধারন বিনিয়োগ কারীরা উপকৃত হবেনা।
সু- খবর, তাহলে এ বার সাইড লাইনে থাকা বিনিয়োগ কারি গণ শেয়ার কেনার জন্য মরিয়া হয়ে উঠবে। এবং মার্কট লাফাতে থাকবে…..
বসুন্ধরা পেপার ও ইমারেল্ড ওয়েল কোম্পানি গুলো কে টাকা 💸 দিয়ে এদের শেয়ারের দাম বৃদ্ধি করা হোক।
যে ৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এ গুলো অবশ্যই ভালো কম্পাণী গুলোতে বিনিয়োগ করতে হবে আইসিবি,, এবং তার নিজস্ব শেয়ারে বিনিয়োগ করতে হবে, কারণ আইসিবি তার শেয়ারটির ১ম প্রান্তিকে প্রায় ৪ গুণ লস কভার করছে ইতিমধ্যে,, এই শেয়ার টা এখন ২০০ টাকায় থাকা উচিত ছিল।। ধন্যবাদ।।
Icb Jane kon share biniok kor te Hobe. Taka dia taka banate hobe.