আজ: শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ইং, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ জানুয়ারী ২০২৫, বুধবার |

kidarkar

বর্ষবরণ উদযাপন: আতশবাজিতে ২ শিশু দগ্ধ

নিজস্ব প্রতিবেদক:ইংরেজি নববর্ষ উদযাপনে বছরের শেষ রাতকে স্মরণীয় করতে আনন্দে মাতোয়ারা ছিলো রাজধানীর মানুষ। সরকারের তরফে ছিলো বিধি-নিষেধ। তারপরও ২০২৫ -এর শুরুতে রাতের আকাশে ছিলো রঙিন আতশবাজি। তবে এই আনন্দের মাঝেও ছিলো শব্দ দুষণ আর কিছু দুর্ঘটনা।

রাজধানীতে ২০২৫ এর প্রথম প্রহরে আতশবাজি ও পটকা ফোটাতে গিয়ে দগ্ধ হয়েছে দুই শিশু। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।

তিনি জানান, নববর্ষ উদযাপন করতে গিয়ে এখন পর্যন্ত দুই শিশু আগুনে পুড়ে বার্ন ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে আট বছরের এক শিশুর ১৫ শতাংশ দগ্ধ। তাকে ভর্তি করা হয়েছে। এই চিকিৎসক জানান, আগুন লেগে আরেক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

এদিকে আতশবাজির কারণে আগুনের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর, ধানমন্ডি ল্যাবএইডের পেছনে, মিরপুরে ডাস্টবিনের ময়লায় ও ধানমন্ডিতে একটি দোকানে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় এসব আগুন দ্রুতই নিভিয়ে ফেলা হয়। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.