আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ নভেম্বর ২০১৫, রবিবার |

kidarkar

ডিএসইর লেনদেন চালু ১২টায়

DSE Trading hamper -sharebazarnewsশেয়ারবাজার রিপোর্ট:  কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন যথা সময়ে শুরু হয়নি। তবে এ লেনদেন দুপুর ১২ টায় শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আর এ লেনদেন বিকেল ৪ টা পর্যন্ত চলবে।

রোববার লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা চালু করতে পারেনি ডিএসই।

উল্লেখ্য, এর আগে গত ২৪মে রোববার টেকনিক্যালগত সমস্যার কারণে সকাল সাড়ে ১০টার লেনদেন শুরু হয়েছিলো দুপুর ২টা ২০ মিনিটে। এতে লেনদেন শুরু করতে ৩ ঘন্টা ৫০ মিনিট বিলম্ব হয়েছিলো। ওইদিনের টেকনিক্যাল ইস্যুর কারণে স্বাভাবিক লেনদেনের সময় ৪ ঘন্টার তুলনায় দুপুর ২টা ২০ মিনিট থেকে ৪টা পর্যন্ত মাত্র ১ ঘন্টা ৪০ মিনিট লেনদেন হয়েছিলো। একই সমস্যার কারণে পরের দিন অর্থাৎ ২৫ মে সোমবার সকাল সাড়ে ১০টার লেনদেন ১২টা ১৫ মিনিটে শুরু হয়েছিলো।  এরপর গত ১২ আগস্ট টেকনিক্যালগত সমস্যার কারনেই নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪০ মিনিট পর বেলা ১২ টা ১০ মিনিটে লেনদেন শুরু হয়েছিলো।

এদিকে আজ যথা সময়ে লেনদেন শুরু করতে পারায় কিছুটা হতাশ সাধারণ বিনিয়োগকারীরা।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.