আজ: বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ইং, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ নভেম্বর ২০১৫, রবিবার |

kidarkar

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ী রংপুর রাইডার্স

rangpur-chittagongশেয়ারবাজার রিপোর্ট:  বিপিএলের শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগং ভাইকিংসকে ২ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স।

রোববার  বেলা ২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স।  টসে জিতে তামিমের ৫১, দিলশান ২৯, বিজয় ৩৬ এবং জীবন মেন্ডিসের ৩৯ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে  চিটাগং ভাইকিংস।

জবাবে শুরুটা ভালো না করতে পারলেও বিদেশী খেলোয়ার মিসবাহ ও স্যামির ব্যাটিং নৈপুন্যে ২ উইকেটে জয় পায় রংপুর রাইডার্স। দলের হয়ে মিসবাহ করেন ৬১ রান, আল-আমিন ৩৮, প্যারেরা ৪৩, সৌম্য ২০ এবং ৭ বলে ১৮ রান করে রংপুরকে জয়ের লক্ষ্যে পৌছে দেন সামি।

সবদিক থেকে বিবেচনায় আসরের শক্তিশালী ৩টি দলের মধ্যে এ দুটি দল বেশ শক্তিশালী। দেশী-বিদেশী তারকাসমৃদ্ধ দু’দলের লড়াই দেখতে অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা।

খেলার মাঠে চিটাগাং ভাইকিংসের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল অপরদিকে রংপুর রাইডার্সের নেতৃত্বে থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

তামিমের চিটাগাং দলে বিদেশী খেলোয়াড় হিসেবে পাকিস্তানি আমির, আজমল এবং জিম্বাবুয়ের চিগাম্বুরাকে নেয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকান রবিন পিটারসনও থাকছেন ভাইকিংসে। দেশীয় এনামুল-তাসকিন-শফিউল আর বিদেশী আমির-আজমল-চিগাম্বুরাদের নিয়ে বেশ শক্তিশালী। তামিমের চিটাগাং আজ জয়ের লক্ষ্যেই তাদের বিপিএল-২০১৫ যাত্রা শুরু করবে।

রংপুর প্রথম ম্যাচে খেলার জন্য অধিনায়ক অধিনায়ক সাকিব আল হাসান যথাসময়ে ঢাকায় এসে পৌঁছেছেন । আর সাকিব না থাকলেও রংপুরের শক্তিতে খুব বেশি একটা কমতি হবে না। দেশীয় সৌম্য, আরাফাত সানি, জহুরুল অমি, মুখতার আলীর সঙ্গে দলে থাকবেন বিদেশী ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, মোহাম্মদ নবী, সচিত্র সেনানায়কদের।

খেলাটি শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও নিও স্পোর্টস।

দিনের অন্য খেলায় সন্ধ্যা ৬টায় ঢাকা ডাইনামাইটস মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ার।

 

শেয়ারবাজারনিউজ/অ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.