আজ: শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫ইং, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার |

kidarkar

পর্যটকদের জন্য পেমেন্ট প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: দেশি ও বিদেশি পর্যটকদের জন্য পেমেন্ট প্রক্রিয়া সহজতর করতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় এখন থেকে পর্যটন করপোরেশন ব্র্যাক ব্যাংকের পয়েন্ট অব সেল (POS) টার্মিনাল এবং বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবে। এর ফলে পর্যটকরা তাঁদের ভিসা, মাস্টারকার্ড, জেসিবি, ডাইনার্স ক্লাব এবং ডিসকভার কার্ড ব্যবহার করে লেনদেন করতে পারবেন।

এই উদ্যোগটি হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ এবং আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পর্যটকদের জন্য দ্রুত ও নিরাপদ লেনদেনের সুবিধা নিশ্চিত করবে। এই চুক্তির মাধ্যমে আর্থিক লেনদেন সহজ ও সুবিধাজনক হওয়ার ফলে বিদেশি পর্যটকরা ঝামেলাহীন পেমেন্ট অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ২৮ জানুয়ারি ২০২৫ আগারগাঁওয়ের পর্যটন ভবনে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) এ.কে.এম. তারেক, রিটেইল ব্যাংকিংয়ের হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, ঢাকা ওয়েস্ট রিজিওনের রিজিওনাল হেড ফয়সাল হায়দার, ক্লাস্টার ম্যানেজার জিয়া উল হক এবং মার্চেন্ট অ্যাকোয়্যারিংয়ের হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, পরিচালক (বাণিজ্যিক) জামিল আহমেদ, পরিচালক (প্রশাসন) এ.কে.এম. তারেক, পরিচালক (অর্থ) মো. নূর-ই-আলম, মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. নজরুল ইসলাম এবং মহাব্যবস্থাপক (সংযুক্ত) আ.ন.ম. মোস্তাদুদ দস্তগীর।

এই উদ্যোগটি দেশি ও বিদেশি পর্যটকদের আর্থিক লেনদেন সহজতর করার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশকে একটি পর্যটনবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে বলে উভয় প্রতিষ্ঠান দৃঢ়ভাবে বিশ্বাসী। এর ফলে পর্যটকদের ভ্রমণ হবে আরও নিরাপদ, ঝামেলাহীন এবং আনন্দময়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.