বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত ধানমন্ডি থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সাবেক চেয়ারম্যান শিবলী রুতাইয়াত-উল-ইসলাম গ্রেপ্তা হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির এসি মিডিয়া জাহাঙ্গীর কবীর।
তবে কোনো মামলায় বা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।
এর আগে গত ২৫ জানুয়ারি সরকার শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ বিএসইসির সাবেক ও বর্তমান ৯ জনের পাসপোর্ট বাতিল করে। পাশাপাশি এই ৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পাসপোর্ট বাতিল হওয়া অন্যরা হলেন- বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।
উল্লিখিত ৯ জনের বিরুদ্ধে অভিযোগ, তারা বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ারবাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করেছেন।
Thank you Police department.
He was servant of dorbesh.
How manipulation occur in Share Market by Dorbesh and Murid during his tenure and Khairul Hasan it may know and request the respective to disclose these matter and incident.
Murid of darbesh, process should be disclosed publicly.
এই শিবলীর রুবাইয়াৎ জন্য অনেকের সংসার ভেঙে গেছে, অনেকে আত্মহত্যা করেছে, অনেকে হতাশায় থেকে নেশাগ্রস্ত হয়েছে, ওর জন্য জাতি আজকে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, ওর যেন সর্বোচ্চ শাস্তি হয় কোন ভাবে যেন বাঁচতে না পারে।