আজ: রবিবার, ২৩ মার্চ ২০২৫ইং, ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার |

kidarkar

সিএসই’র “অটোমেশন অফ ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চিটাগং স্টক এক্সচেঞ্জ (পিএলসি)-এর উদ্যোগে আজ বসুন্ধরা কনভেনশন সেন্টারে “ অটোমেশন অফ ওপেন ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড”  বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত অনুষ্ঠানে এসেট ম্যানেজমেন্ট কোম্পানির সম্মানিত প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর প্রতিনিধিবৃন্দ এবং সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি উদ্ভোধন করেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ-এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আবু আহমেদ এবং  সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ।

এতে আরও উপস্থিত ছিলেন সিএসই-র ব্যবস্থাপনা পরিচালক, এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ । কর্মশালায় ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড এর অটোমেশন প্রস্তাবনার বিষয়ক বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন সিএসইর ডিজিএম এন্ড হেড অফ বিজনেস প্রমোশন  মোহাম্মদ মনিরুল হক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজী মাহফুজ মোরশেদ । টেকনলজিক্যাল বিষয়ক উপস্থাপনা প্রদান করেন কোয়ান্ট ফিনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাতেক মিনার  ।

এই কর্মশালায় ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড এর অটোমেশন অর্থাৎ ওয়েব ভিত্তিক লেনদেন প্লাটফর্ম এর বিস্তারিত তুলে ধরা হয়। এই লেনদেন আল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন উপযোগী হবে।

উল্লেখ্য, সিএসই ইতিমধ্যে স্বনামধন্য এসেট মেনেজমেন্ট  কম্পানিসমূহ ও সংশ্লিষ্ট স্টেকদের সাথে সভা এবং ইউজার একসেপ্টটেন্স টেস্ট (ইউটি) সফলভাবে সম্পন্ন করেছে । একই সাথে বিএসইসি এবং সিডিবিএল এর উপস্থিতিতে মক ট্রেডিং প্রক্রিয়াও জানুয়ারি ২০২৫ এ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এই কর্মশালায় মক ট্রেডিং দেখানো হয়েছে এবং ওয়েব ভিত্তিক লেনদেন প্লাটফর্ম এর প্রস্তাবনার বিস্তারিত তুলে ধরার মাধ্যমে ফিডব্যাক গ্রহন করা হয়েছে যা পরবর্তী কাজের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আবু আহমেদ বলেন, সিএসই শুরু থেকেই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছে। অতীতে সিএসই-ই প্রথম অটোমেটেড হয়েছিল এবং এখন কাজ করছে কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের জন্য । তাই আজকের কর্মশালার প্রোডাক্ট নিয়ে আমারা আশাবাদী। আমারা আশা করছি যারা সুদ বিহীন বিনিয়োগে আগ্রহী তারা এই প্রোডাক্টটি তাদের জন্য গ্রহণযোগ্য হবে। আমাদের ইকোনমি ভাল হচ্ছে এবং সামনে আরও ভাল হবে। তবে অবশ্যই পলিসি লেভেলে আমাদের সমন্বিত কাজ করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য । তবে আমাদের ইনভেস্টররা বিনিয়োগের ভালো পরিবেশের সাথে সাথে ভালো রিটার্ন পাবেন। সর্বোপরি সিএসইর উদ্যোগকে স্বাগত জানাই এবং খুব দ্রুত এই প্রোডাক্টের দ্বার উন্মোচিত হওয়ার শুভ কামনা করছি।

বিএসইসির সম্মানিত অ্যাডিশনাল ডিরেক্টর শেখ লুতফুল কবির বলেন, পেপার শেয়ার থেকে “অর্ডার কালেকশন সিস্টেম (ওসিএস)’’এর  মাধ্যমে লেনদেন হলে এএমসি লাভবান হবেন। এক্ষেত্রে এএমসিদেরকেই এগিয়ে আশা উচিত । তবে দেরীতে হলেও  এই সিস্টেম উন্মুক্ত হলে এবং আমরা  সবাই মিলে সমন্বিত উদ্যোগে কাজ করলে আমাদের পুঁজিবাজার উপকৃত হবে।

সিএসইর সম্মানিত চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান তাঁর সমাপনী বক্তব্যে বলেন, সিএসই সব সময়ই নতুন প্রোডাক্ট আনয়নে অগ্রগামী । আজকের আয়োজনও নতুন মাইলফলক স্থাপন করবে। আমাদের  আজকের  প্রোগ্রামে উপস্থিত সকল অংশগ্রহণকারী যারা কর্মশালায় যোগদান করেছেন এবং স্বতঃস্ফূর্ত ফিডব্যাক প্রদান করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানান এবং আজকের প্রাপ্ত ফিডব্যাকগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয়  সংযোজন /পরিবর্তন করা হবে।

১ টি মতামত “সিএসই’র “অটোমেশন অফ ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.