বিএসইসির তদন্তে ৬ কোম্পানির অনিয়ম: রিপোর্ট জমা, ব্যবস্থা প্রক্রিয়াধীন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠিত অনুসন্ধান ও তদন্ত কমিটি ছয়টি কোম্পানির অনিয়মের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি এ তথ্য জানিয়েছে।
বিএসইসি জানায়, বিগত সময়ের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে তদন্তের অংশ হিসেবে এসব প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে তদন্তে দায়ীদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনগুলোর ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
যেসব কোম্পানির অনিয়ম তদন্ত করা হয়েছে:
১) বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইসতিসনা
২) IFIC Guaranteed Sreepur Township Green Zero Coupon Bond
৩) বেস্ট হোল্ডিংস লিমিটেড
৪) আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ
৫) ফরচুন সুজ লিমিটেড
৬) কোয়েস্ট বিডিসি লিমিটেড (পূর্বের নাম: পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস লিমিটেড)
বিএসইসি জানিয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এবার ঠিক আছে
তদন্ত করে শুধু জরিমানা করে নিজেদের পকেটে যাবে,,, সাধারণ বিনিয়োগকারীদের কোন ই ফয়দা হবে না 😁
তদন্ত কমিটি মানে ধান্দা কমিটি 😁
১৫ বছর ধরে তাই দেখতেছি।।।।