চার দফা দাবিতে দেশজুড়ে আন্দোলনে নামছে বিএনপি

শেয়ারবাজার ডেস্ক : চার দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচি শুরু করেছে বিএনপি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আট দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
আজ (১২ ফেব্রুয়ারি) প্রথম দিনে বিএনপির কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন জেলায় সমাবেশে অংশ নিচ্ছেন। লালমনিরহাটে গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, ফেনীতে সালাহউদ্দিন আহমদ, খুলনায় হাফিজ উদ্দিন আহমেদসহ মোট ৯টি জেলায় নেতারা বক্তব্য দেবেন।
১৭ ফেব্রুয়ারি থেকে টানা পাঁচ দিন দেশের বিভিন্ন জেলায় সমাবেশ চলবে। এই কর্মসূচির আওতায় ২০ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অন্যান্য জেলাতেও দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।
২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুই দিন আরও ১৮টি জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। শেষ দিনে নারায়ণগঞ্জে মির্জা আব্বাস, গাজীপুরে গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রাম উত্তরে ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা কর্মসূচিতে যোগ দেবেন।
বিএনপি নেতারা বলছেন, জনগণের দাবিকে সামনে রেখে এই আন্দোলন আরও বেগবান হবে এবং সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে।