আজ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫ইং, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার |

kidarkar

ফরাসি লিগ ওয়ানে অপরাজিতই থাকলো পিএসজি

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে ১-০ গোলে জিতেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। শনিবার ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন ফাবিয়ান রুইজ। এতে ফরাসি লিগ ওয়ানে চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিতই থাকলো পিএসজি। পাশাপাশি শীর্ষস্থান আরও শক্তিশালী করেছে ক্লাবটির।

২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে লুইস এনরিকের দল। ২৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে তুলুজ।

তুলুজের ঘরের মাঠে প্রথমার্ধে কাভিচা খারাতখেলিয়া, লি কাং-ইন, দেজিরে দোয়ে ও লুকাস হার্নান্দেজ একাধিকবার সুযোগ পেলেও গোলের দেখা পায়নি পিএসজি। অন্যদিকে তুলুজও ছন্দ খুঁজে পেতে ধুঁকেছে।

বিরতির ঠিক ৭মিনিট পর গোলের দেখা পায় পিএসজি। উইলিয়ান পাচোর হেড ক্রসবারে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে বল জালে পাঠান ফাবিয়ান রুইজ।

রুইজ ম্যাচ শেষে বলেন, ‘উইং দিয়ে জায়গা বের করা কঠিন ছিল। আমরা বল দখলে রাখার চেষ্টা করছিলাম, বেশ কিছু সুযোগও পেয়েছিলাম। শেষ পর্যন্ত একটি গোলই যথেষ্ট হয়েছে।’

এদিন বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া করেছে পিএসজি। একাধিক সুযোগ পেলেও লিড বাড়াতে ব্যর্থ হয় বর্তমান চ্যাম্পিয়নরা।

সবচেয়ে ভালো সুযোগ এসেছিল ব্র্যাডলি বারকোলার শট থেকে, যা তুলুজের বদলি গোলকিপার জেটিল হাউগ অসাধারণ দক্ষতায় রুখে দেন। এর আগে প্রথমার্ধের শেষ দিকে মূল গোলকিপার গিয়োম রেস্টেস চোট পেয়ে মাঠ ছাড়েন।

তুলুজ আক্রমণে তেমন সুযোগ তৈরি করতে পারেনি। তবে প্রতিরক্ষায় ভালোভাবে নিজেদের গুছিয়ে নিয়ে পিএসজিকে আর কোনো গোল করতে দেয়নি স্বাগতিকরা।

চতুর্থ দল হিসেবে পিএসজি ফরাসি লিগে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করেছে পিএসজি। তবে দলটির কোচ লুইস এনরিকে জানান, রেকর্ড নয় বরং শিরোপা জয়ই তাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘আমরা লিগ জিততে চাই। যদি সেটা অপরাজিত থেকে করা যায়, তাহলে দারুণ। তবে অপরাজিত থাকার কোনো বিশেষ লক্ষ্য আমাদের নেই।’

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে ব্রেস্টের বিপক্ষে দ্বিতীয় লেগ খেলবে পিএসজি। প্রথম লেগে ৩-০ ব্যবধানে সহজ জয় পেয়েছিল তারা।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.