আজ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫ইং, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার |

kidarkar

বিএসইসির নতুন মুখপাত্র আবুল কালাম, উপ-মুখপাত্র আল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্রের দায়িত্ব পুনঃবন্টন করা হয়েছে। নতুন করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিচালক মো. আবুল কালাম। আর উপ-মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন উপ-পরিচালক কাজী মো. আল ইসলাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থাটির সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএসইসির জনসংযোগ কর্মকর্তা মো. মোহাইমিনুল হক এবং সহকারী পরিচালক সারা তাসনুভা।

মুখপাত্র সংশ্লিষ্ট নতুন দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কমিশন। একইসঙ্গে সফলতার সাথে মুখপাত্রের দায়িত্ব পালনের জন্য পূর্ববর্তী মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এবং মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) কাওসার আলীকে কমিশনের পক্ষ হতে ধন্যবাদ ও শুভকামনা জানানো হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.