আজ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫ইং, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার |

kidarkar

দুর্নীতির মূলোৎপাটনে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ারবাজার ডেস্ক : দুর্নীতির মূল উৎপাটনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে জননিরাপত্তা, সুরক্ষা সেবা ও কৃষি বিষয়ক অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বড় আশা ছিল, দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতির মূল উৎপাটন না করতে পারলে দেশের উন্নতি সম্ভব না। সব লেভেল থেকে দুর্নীতি কমিয়ে আনতে হবে। এজন্য আমরা জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছি। এই অধিবেশনে কৃষিতে কীভাবে আরও উন্নতি করা যায় সে বিষয়ে ডিসিদের প্রস্তাব আমরা নিয়েছি। আমাদের পরামর্শও দিয়েছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি আরও উন্নতির দিকে যাচ্ছে। কীভাবে আরও ভালো করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। আরও ভালো করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট কতদিন চলবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য ডেভিল হান্ট অভিযান চলছে। যতদিন ডেভিল থাকবে, ততদিন এই অভিযান চলবে।

এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.