আজ: শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ইং, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার |

kidarkar

ডিসেম্বরের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচন, আশা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরক্ষপে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিজেদের আশাবাদ ও বিশ্বাসের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার ইতি প্রকাশনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, আজকে আবার সবাই একমত হচ্ছে, বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি সে সংস্কৃতির পরিপ্রেক্ষিতে আমাদের এমন একটা ব্যবস্থা থাকা উচিত যেন নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার থাকে। আমরা সে দিকেই এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরও সহজ করবে।

জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বাকশাল ছিল একটি একদলীয় শাসনব্যবস্থা। সেখান থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রের পথে নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। সংবাদপত্র মুক্ত করেছিলেন। এটি এখন অনেকেই ভুলে গেছেন। এই তরুণ প্রজন্মের অনেকেই হয়তো জানেন না যে, বাকশালের মধ্য দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল সব সংবাদপত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটি মুক্ত করে দিয়েছিলেন, মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে এসেছিলেন, সংবিধানে সন্নিবেশিত করেছিলেন।

ফ্যাসিবাদের সময় ইতিহাসকে বিকৃত করার চক্রান্ত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ইতিহাস তারা (আওয়ামী লীগ সরকার) পনেরো বছর ধরে বিকৃত করেছে। আনন্দের কথা হচ্ছে, ইচ্ছে করলেই সঠিক ইতিহাসকে ভুলে যাওয়া যায় না, বিকৃত করা সম্ভব হয় না। আজকে এটি প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তচিন্তার মধ্য দিয়েই সঠিক ইতিহাস আমরা জানতে পারি।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.