বিনোদন ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম দুবাইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে এই তথ্য সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, মমতাজ বেগমের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দাবিটি একেবারেই অসত্য। কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব ছড়ানো হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, সোমবার দুপুর ২টা ০৫ মিনিটে প্রথম এই মিথ্যা তথ্য প্রকাশিত হয়।