আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

খুলেও ফের বন্ধ করা হলো ফেসবুক!

facebook-sign-89শেয়ারবাজার ডেস্ক: টানা এক সপ্তাহ পর কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই খুলে দেয়া হলেও ফের বন্ধ করে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো! বুধবার সন্ধ্যা থেকে সারাদেশে স্বাভাবিকভাবে  ব্যবহার করা গেলেও কিছু সময় পর ফের বন্ধ করা হয় ফেসবুক।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা জানিয়েছেন, গতকাল সন্ধ্যা ৬টার পর থেকে তারা স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহার করতে পারলেও তা কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী চলছিলো। কিন্তু এরপর হঠাৎ করে আবার বন্ধ হয়। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চেষ্টা করে ফেসবুকে লগইন করতে পারছেন না বালে জানিয়েছেন তারা।

জানা যায়, প্রক্সি সার্ভার এবং ভিপিএন ছাড়াই অনেকে ডেস্কটপ, ল্যাপটপ এবং ফেসবুকে লগ ইন করতে পারছেন।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর দুপুরে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ফেসবুকসহ ইন্টারনেটে সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় সরকার। সরকার বলছে, দেশের একটা মানুষও যতোক্ষণ নিরাপদ বোধ করবেন না ততক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ থাকবে। অবশ্য বিভিন্ন বিকল্প পদ্ধতিতে প্রায় সবাই-ই এসব ব্যবহার করছে। এমনকি সরকারের উর্ধ্বতনদেরও এ কৌশল অবলম্বনের প্রমাণ পাওয়া গেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.