কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা

শেয়ারবাজার ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে রোববার (৯ মার্চ) থেকে পুনরায় কাজে যোগ দিয়েছেন।
শনিবার (৮ মার্চ) রাতে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক ঘোষণার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে রোববার সকাল থেকে আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কার্যক্রমে অংশ নিতে দেখা গেছে। কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
বিএসইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী কাজে যোগ দিলেও যেসব কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তারা এখনো অফিসে ফেরেননি।
এর আগে, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের দাবিতে ৬ মার্চ কর্মবিরতি পালন করেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। এর একদিন আগে, ৫ মার্চ তারা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন এবং মূল ফটকে তালা লাগিয়ে সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট ও বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তাদের উদ্ধার করে।
এই ঘটনার পর, ৫ মার্চ বিকেল ৫টায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন সংস্থার চেয়ারম্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. আশিকুর রহমান। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলামসহ আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
বর্তমানে বিএসইসির কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী কাজে ফিরেছেন।