এমএলএম ব্যবসা নিয়ে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: এমএলএম ব্যবসা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদান এবং রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান করা পিরামিড,পঞ্জি স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিংয়ের অন্যতম বৈশিষ্ট্য। যার মাধ্যমে গ্রাহকের বিনিয়োগ হারানোর নজির রয়েছে।
রবিবার (৯ মার্চ) এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সতর্কবার্তায় বলা হয়েছে, বিগত সময়ে দেশে কিছু প্রতিষ্ঠানের বিধি বহির্ভূতভাবে গ্রাহকের আমানত বা বিনিয়োগ সংগ্রহ, রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান এবং অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদানের নামে প্রতারণার ঘটনা ঘটেছে। এছাড়া অস্বাভাবিক মূল্যছাড়ে বিভিন্ন ই-কমার্সে পণ্য বিক্রির নামে প্রতারণার নজিরও রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ ধরনের প্রতারণা মানিলন্ডারিংয়ের আওতাভুক্ত অপরাধ। অতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ব্যতীত আমানত সংগ্রহ তথা ব্যাংক ব্যবসা পরিচালনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ৩১ (১) এর প্রদত্ত নির্দেশনার লংঘন।
সতর্কবার্তায় আরও বলা হয়, সাম্প্রতিক একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হওয়ায় তা বর্তমানে অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। এ অবস্থায় গ্রাহক স্বার্থ সুরক্ষা বিবেচনায় দেশের জনসাধারণকে এই প্রকার প্রতিষ্ঠানসমূহে লেনদেন করার ক্ষেত্রে নিরুৎসাহিত ও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ প্রদান করা হলো। পাশাপাশি এ ধরনের কোনো প্রতিষ্ঠানের সংবাদ জানা থাকলে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার জন্য জনগণ ও গণমাধ্যমকে অনুরোধ করে বাংলাদেশ ব্যাংক।
Off-course this type company’s are doing illegal and announce illegal marketing business and encourage people’s to invest for Double money or triple money’s interest
offers to get , which is only collect the money from each to others to many people’s within 3 to maximum 06 money after that invest people’s are unable find the companies people’s in their business address ?????? and has lost the money ??
because that’s their planned to cheat with people’s??
Last reference Destiny’s ‘ Bisha business at Mirpur 01 Area’s…All of District of Bangladesh peoples are lost about 95 core Taka it’s Anounce in papers and some of employers Employment has arrested and send to jail but peoples are not getting money back. Ref.Sheik Awal and others have more details …