আজ: শনিবার, ২২ মার্চ ২০২৫ইং, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ মার্চ ২০২৫, বুধবার |

kidarkar

ফ্যামিলিসহ বিদেশ ট্যুরের অফার দিচ্ছে রিয়েলমি 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানে বাংলাদেশের গ্রাহকদের জন্য অসাধারণ সব অফার ও চমক নিয়ে হাজির হয়েছে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এ রমজানকে স্মরণীয় করে রাখতে ব্র্যান্ডটি গ্রাহকদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে অফার করছে দেশের বাইরে ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুর এবং দেশের অভ্যন্তরে ৮০ হাজার টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুরও।
আজ থেকে শুরু হয়ে রিয়েলমির এই ক্যাম্পেইন চলবে ঈদ পর্যন্ত এবং এতে গ্রাহকরা বিশেষ বিশেষ সব অফার উপভোগের সুযোগ পাবেন। দেশজুড়ে রিয়েলমির সকল আউটলেটে এই অফারগুলো পেতে পারবেন গ্রাহকরা এবং এ ক্যাম্পেইনে উপহার হিসেবে সবার জন্যই থাকছে বিশেষ কিছু।
এছাড়া- রিয়েলমি তাদের বিশেষ কিছু ফোনের মডেল, যেমন- নোট ৬০এক্স, নোট ৬০, সি৬১, সি৬৩, সি৭৫ এবং রিয়েলমি ১২-এ “বাই ওয়ান গেট ওয়ান-বোগো” অফার দিয়েছে। আর তাই প্রিয়জনদের স্মার্টফোন উপহার দেবার মাধ্যমে গ্রাহকরা তাদের আনন্দ দ্বিগুণ করে তুলতে পারবেন।
বোগো অফারের পাশাপাশি রিয়েলমি ১২-এ ডিভাইসের দামও কমানো হয়েছে। ক্যাম্পেইনকালে ২৯,৯৯০ টাকার এই স্মার্টফোনটি পাওয়া যাবে ২৭,৯৯৯ টাকায়।
এছাড়া- রমজানের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে রিয়েলমি দিচ্ছে- বাডস টি১১০ এবং লাইভ স্ট্রিমিং স্ট্যান্ড; যাতে করে গ্রাহকরা তাদের প্রিয় মুহূর্তগুলো সহজেই বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে পারবেন। পাশাপাশি রমজান মাস জুড়ে গ্রাহকরা বিনামূল্যে বাংলালিংক ডেটা বান্ডেল তো পাচ্ছেন-ই।  নিকটস্থ রিয়েলমির যেকোনো আউটলেট থেকে এই ক্যাম্পেইন বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.