আজ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫ইং, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার |

kidarkar

ঈদকে ঘিরে ‘অপো’র মেগা গিফট ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অপো’ পবিত্র এ রমজান মাসে গ্রাহকদের জন্য বিশেষ ‘ঈদ মেগা গিফট ক্যাম্পেইন’ ঘোষণা করেছে। ১৩ মার্চ থেকে শুরু হয়ে সারাদেশে অপোর আউটলেটগুলোতে বিশেষ এই ক্যাম্পেইন চলবে ঈদের দিন পর্যন্ত। এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা তাদের চাহিদা উপযোগী দারুণ সব ডিল ও অফার উপভোগ করতে পারবেন।
এ বছর অপো ভোক্তাদের জন্য অবিশ্বাস্য ‘মেগা’ লটারি অফার ঘোষণা করেছে। এতে অংশ নিয়ে ক্রেতারা ১ লাখ টাকা সমমূল্যের গৃহস্থলি উপকরণ (হোম এপ্লায়েন্স), অপো প্যাড, অপো ওয়াচ অথবা ‘বাই ১, গেট ওয়ান ১’, ডিল উপভোগ করতে পারবেন।

এছাড়াও- অপো সকল ক্রেতার জন্যই বিশেষ ও নিশ্চিত উপহারের ঘোষণা দিয়েছে; যাতে করে সবাই এই আনন্দের ভাগিদার হতে পারেন। নির্দিষ্ট কিছু মডেল এর স্মার্টেফোন কিনেও গ্রাহকরা উপহারের ভাগিদার হতে পারবেন, যেমন- ‘রেনো১২এফ’ এর সঙ্গে বিশেষ হুডি, ‘রেনো১৩এফ’ এর সঙ্গে বিশেষ ব্যাগ এবং নতুন বাজারে আসা ‘এ৫ প্রো’ এর সঙ্গে ‘অপো সুপার শিল্ড কার্ড’ পাবেন তারা।

অপো বাংলাদেশ, অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর-এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “আমাদের গ্রাহকদের সেরা সেবা দিতে অর্থ্যাৎ কাস্টমার এক্সপেরিয়েন্স বৃদ্ধিতে অপো প্রতিনিয়ত অভিনবভাবে চেষ্টা করে যাচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন উপভোগের মাধ্যমে এই ঈদে তারা অসাধারণ সব পুরস্কার জিতে নিতে পারবেন। ‘এ৫ প্রো’-এর উন্মোচন এবং মেগা গিফট ক্যাম্পেইনের এই ঘোষণা ভোক্তাদের রমজান উদযাপনে বাড়তি মাত্রা যোগ করবে। অপোভক্তদের সঙ্গে এই বিশেষ উপলক্ষ যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।”
একটি অনলাইন লটারির মাধ্যমে মেগা গিফট লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হবে; এবং তা অপো এ৩এক্স, এ৬০, রেনো সিরিজ এবং নতুন লঞ্চ হওয়া অপো এ৫ প্রো সহ বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য।এই ক্যাম্পেইনের উপহারগুলো নিশ্চয়ই অ’ফ্যানদের কাছে এবারের ঈদকে অবিস্মরণীয় করে তুলবে।

এ ক্যাম্পেইন সম্পর্কে আরো বিস্তারিত জানতে, ক্রেতাদের নিকটস্থ অপো আউটলেট পরিদর্শনের জন্য অনুরোধ করা হচ্ছে।

আকর্ষণীয় ঈদ অফার ও অন্যান্য তথ্যের জন্য ভিজিট করুন অপো বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ- https://www.facebook.com/OPPOBangladesh এবং ওয়েবসাইট website https://www.oppo.com/bd/.

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.