ইউনিয়ন ব্যাংক গ্রাহকদের অবিচল আস্থায় সফলতার সাথে এগিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: দেশের চতুর্থ প্রজম্মের ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসি. আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল ও বিশাল নেটওয়ার্ক এর মাধ্যমে গ্রাহক সেবা ও আমানতকারীদের অর্থের নিরাপত্তায় সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে।
বাংলাদেশ ব্যাংকের সুপরিকল্পনা এবং ব্যাংকের কর্মীবাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফলে গ্রাহকদের সরব উপস্থিতি ব্যাংকের প্রতিটি শাখা ও উপশাখায় কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে। আমানতকারী, বিনিয়োগ গ্রহীতা, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের দৃঢ়তার সাথে জানানো যাচ্ছে যে, ইসলামী শরীয়াহ্ অনুসরণের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান এবং আমানতকারীদের আমানতের সুরক্ষা দিতে ইউনিয়ন ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
ব্যাংকের প্রতি সর্বস্তরের জনগণের অবিচল আস্থা ও ভালবাসার জন্য ইউনিয়ন ব্যাংক সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।