আজ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ইং, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার |

kidarkar

বিএসইসিতে নিরাপত্তা জোরদার: দায়িত্বে সশস্ত্র আনসার বাহিনী

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ধারা ১৫ অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) হিসেবে নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এ ধারাবাহিকতায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত কমিশনের প্রধান কার্যালয়ে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

গত ১ এপ্রিল থেকে আনসার বাহিনীর সদস্যরা বিএসইসি ভবনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসি, খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে ভবনের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন শুরু করেছে। সিদ্ধান্ত অনুযায়ী ২৬ জন আনসার সদস্য বিভিন্ন শিফটে দায়িত্ব পালনের কথা থাকলেও এখন পর্যন্ত তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বর্তমানে তিনটি শিফটে দিনে ১৫ থেকে ১৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন, যাদের মধ্যে চারজন অস্ত্রধারী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চেয়ারম্যান ও কমিশনারদের ফ্লোরে দুইজন সশস্ত্র আনসার এবং ভবনের প্রধান ফটকে আরও দুইজন দায়িত্ব পালন করছেন। তবে পুরো ভবনে নিরাপত্তা ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। ফ্লোরভিত্তিক নিরাপত্তা বিন্যাস এবং আনসারদের আবাসন ব্যবস্থা না থাকায় দায়িত্ব পালনে কিছুটা ব্যাঘাত ঘটছে।

বিএসইসিতে নিযুক্ত এক আনসার সদস্য জানান, ডিউটির সময় তাদের শটগান দেওয়া হয়, তবে এখনো আবাসনের সুবিধা না থাকায় সবাই কাজ শুরু করেননি। তারা ভাতা পাওয়ার শর্তে দায়িত্ব পালন করবেন।

কমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোন ১৭ মার্চ একটি চিঠির মাধ্যমে ২৬ জন সশস্ত্র আনসার দেওয়ার প্রস্তাব দেয়, যা কমিশন সভায় অনুমোদিত হয়। চিঠিতে উল্লেখ ছিল, আনসারদের আবাসন সুবিধা ছাড়া অন্যান্য শর্তে তাদের দায়িত্বে রাখা হবে।

এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পেছনে একটি বড় কারণ ছিল ৫ মার্চ বিএসইসির বোর্ডরুমে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনা। ওই দিন কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী জোরপূর্বক বোর্ডরুমে ঢুকে চেয়ারম্যানসহ কমিশনারদের চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ভবনজুড়ে ভয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় পরদিন চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন, যাদের সবাই জামিনে মুক্ত রয়েছেন।

বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম বলেন, “বিএসইসি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এর নিরাপত্তা জোরদার করা প্রয়োজন ছিল। আনসার সদস্যদের নিয়োগ নিয়ম মেনেই হয়েছে এবং তারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন।”

প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

২ উত্তর “বিএসইসিতে নিরাপত্তা জোরদার: দায়িত্বে সশস্ত্র আনসার বাহিনী”

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.