আজ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ইং, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার |

kidarkar

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের বৈশাখী গ্রাহকমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : “নতুন বছর, নতুন আশা—শুরু হোক সাফল্যের গল্প গাঁথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত হলো আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিবির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান) বৈশাখী গ্রাহকমেলা।

০২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ মঙ্গলবার বিকাল ৩টায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোল্ডিং প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু আহমেদ এবং আইসিবি ব্যবস্থাপনা পরিচালক ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাবা মাজেদা খাতুন। তিনি মার্চেন্ট ব্যাংকিং খাতে আইসিএমএলের অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

মেলায় আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকবৃন্দসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, সেবার মানোন্নয়ন এবং আগামী দিনের করণীয় নির্ধারণে এই আয়োজনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে আইসিএমএল।

নতুন বছরকে সামনে রেখে গ্রাহকসেবায় নতুন উদ্দীপনা ও কর্মদক্ষতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শেষ হয় দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজন।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.