টানা দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা, বাজারে নেই গতি কিংবা আশার ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে আবারও নেমে এসেছে হতাশার ছায়া। সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে প্রায় ১০০ পয়েন্ট। একই সময়ে বিনিয়োগকারীদের পুঁজি থেকে উড়ে গেছে প্রায় ৫০৬ কোটি টাকা। বাজারে দেখা যাচ্ছে না ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ। বরং প্রতিদিনই বাড়ছে লেনদেন হ্রাস ও দরপতনের চাপ।
বুধবার (১৬ এপ্রিল) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ২৬.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১০৫ পয়েন্টে। এই নিয়ে তিন দিনে মোট পতন হয়েছে প্রায় ৯৯ পয়েন্টের বেশি। ডিএসই শরীয়াহ সূচক কমেছে ৭.২১ পয়েন্ট, এবং ডিএসই-৩০ সূচক হারিয়েছে ১৫.২৮ পয়েন্ট।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৬ কোটি ৪২ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় প্রায় ৫০ কোটি টাকা কম। আগের দিন লেনদেন ছিল ৪৪৬ কোটি ১২ লাখ টাকা। লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ২১২টির এবং অপরিবর্তিত ছিল ৬৪টি।
শুধু ঢাকা নয়, পতনের ধারা দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৮.০১ পয়েন্ট, দাঁড়িয়েছে ১৪,৩৭০ পয়েন্টে। লেনদেন হয়েছে মাত্র ৫ কোটি ৪১ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি।
বাজার বিশ্লেষকদের মতে, বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুপস্থিতি এবং তারল্য সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। কোনো ইতিবাচক সিগনাল না থাকায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না। বরং অনেকেই লোকসান মেনে শেয়ার বিক্রি করছেন।
একজন ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন, “প্রতিদিনই পুঁজির পরিমাণ কমে যাচ্ছে। বাজারে কোনো আশার আলো নেই। আমরা বুঝতেই পারছি না কী করব।”
বিশ্লেষকেরা মনে করছেন, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য পলিসি লেভেলে দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন। তা না হলে আস্থার সংকট আরও দীর্ঘায়িত হবে, যার প্রভাব পড়বে অর্থনীতির অন্যান্য খাতে।
আপনার সচিব নিয়োগ দিচ্ছেন কোন ডিপার্টমেন্টে এ।
আবার কারণবশত পরিবর্তন করতেছেন।
অবশ্যই আমরা একমত এটা ভালোর জন্যই করতেছেন।
কিন্তু শেয়ার বাজারে যে চেয়ারম্যান কে দায়িত্ব দিয়েছেন আজ এক বছর হতে যাচ্ছে কিন্তু কোনো পরিবর্তন নেই তারপরেও উনাকে রাখতে চাচ্ছেন কেন????
পরিবর্তন করলে দোষের কি?
দেশের জন্য পরিবর্তন করলে তো কোন সমস্যা নাই।
কিন্তু কেন করতেছেন না কারণ প্রশ্ন আসতেছে এটা টাকার জায়গা।
আপনার সচিব নিয়োগ দিচ্ছেন কোন ডিপার্টমেন্টে এ।
আবার কারণবশত পরিবর্তন করতেছেন।
অবশ্যই আমরা একমত এটা ভালোর জন্যই করতেছেন।
কিন্তু শেয়ার বাজারে যে চেয়ারম্যান কে দায়িত্ব দিয়েছেন আজ এক বছর হতে যাচ্ছে কিন্তু কোনো পরিবর্তন নেই তারপরেও উনাকে রাখতে চাচ্ছেন কেন????
পরিবর্তন করলে দোষের কি?
দেশের জন্য পরিবর্তন করলে তো কোন সমস্যা নাই।
কিন্তু কেন করতেছেন না কারণ প্রশ্ন আসতেছে এটা টাকার জায়গা
শেয়ার বাজার বর্তমানে যে পরিস্থিতি হয়েছে যারা শেয়ার বাজার লুটপাট করে খেয়েছে তারা এখনো এই বাজারে বিদ্যমান বর্তমান চেয়ারম্যান মহোদয় যে সিদ্ধান্তগুলো নিতেছে সেগুলো সঠিক
বর্তমান সিএসপই চেয়ারম্যান এসে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা করলেও বাজার ঘুরে দাঁড়ানোর কোন লক্ষণ নেই্। কারণ একটাই সাধারণ বিনয়োগকারীদের আস্থা নেই। এই বাজার অস্থায় ফেরাতে হলে তিন থেকে পাঁচ হাজার কোটি টাকা তার লতারল্য দিতে হবে। লেনদেন বাড়লে সাধারণ বিয়োগকারী আস্থা নিয়ে মার্কেটে চলে আসবে তখন আর কোন অসুবিধা হবে না প্রতিদিন যদি মার্কেটে বিনিয়োগের টাকার পরিমান কমে তবে সাধারণ বিনোদকারী কেন আসবে প্রশ্ন?
বর্তমান সিএসই চেয়ারম্যান এসে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা করলেও বাজার ঘুরে দাঁড়ানোর কোন লক্ষণ নেই্। কারণ একটাই সাধারণ বিনয়োগকারীদের আস্থা নেই। এই বাজার অস্থায় ফেরাতে হলে তিন থেকে পাঁচ হাজার কোটি টাকা তার লতারল্য দিতে হবে। লেনদেন বাড়লে সাধারণ বিয়োগকারী আস্থা নিয়ে মার্কেটে চলে আসবে তখন আর কোন অসুবিধা হবে না। প্রতিদিন যদি মার্কেটে বিনিয়োগের টাকার পরিমান কমে তবে সাধারণ বিনোদকারী কেন আসবে প্রশ্ন? আমি তিন দিন আগে পি এইচ পি মিউচুয়াল ফান্ড ৩ টাকা ৫০ পয়সায় ক্রয় করলাম অথচ পরবর্তীতে তিন দিনে ৩০ পয়সা নেই হয়ে গেল। এখন বলেন এই ধারাবাহিক মার্কেট কমতে থাকলে আমি এই মার্কেটে কেন থাকবো? আমার মত সবাই চলে যাবে। এখন পরামর্শ, করণীয়, চাপাবাজি বাদ দিয়ে মার্কেটে তারল্যের যোগান দিতে হবে। সাধারণ বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরে আসলে মার্কেট ঘুরে দাঁড়াবে ,,
ক্ষমতা আসীন দের হাতে টাকা কম,কিন্তু তাদের শেয়ার কেনার সুযোগ করে দিতে হবে। তা-ই কয়েক দিন পর ঘোষণা আসে এই ব্যাংক রাখা যাবে না।, লভ্যাংশ ঘোষণা করা যাবে না,ইত্যাদি।
অথচ খোঁজ নিয়ে দেখেন, ঐ সব ব্যাংকে লোক ছাটাই, নিয়োগ আর লোনের ভাগ বাটোয়ারা কীভাবে হচ্ছে?
প্রকৃতপক্ষে মা যদি পরকীয়া করে, সংসার সুখের হয়না।
( দেশ আমদের শাসন করে………
স্যার, মুলধন /আসল টাকা ১১ লক্ষ আঁশি হাজার টাকার মধ্যে ০৮লক্ষ টাকা আছে বাকি ৩ লক্ষ ৮০আশি হাজার টাকা ফেরত চাই।।আমি আর বিনিয়োগ করতে চাই না।