আজ: রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ইং, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ এপ্রিল ২০২৫, বুধবার |

kidarkar

সুদক্ষ নেতৃত্ব গড়ার সেরা সুযোগ নিয়ে ফিরলো দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় যুব প্রজন্মের নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে দারাজ গ্রুপ ‘দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫’ শুরু করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালজুড়ে পরিচালিত এই ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামটি উচ্চ-মেধাসম্পন্ন ও কর্মঠ যুব প্রজন্মের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে একটি বাস্তবমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

১৫ মাসব্যাপী এই ঘূর্ণায়মান প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে জুলাই ২০২৫ থেকে। নির্বাচিত অংশগ্রহণকারীরা দারাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে কাজ করে তারা পরিচালনা, কৌশল এবং উদ্ভাবনের বাস্তব চর্চার মধ্য দিয়ে নেতৃত্বগুণ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারবেন।

প্রোগ্রামটিতে আবেদনের জন্য যেসব প্রার্থী গত এক বছরের মধ্যে স্নাতক সম্পন্ন করেছেন এবং একাডেমিকভাবে মেধাবী, বিশ্লেষণী দক্ষ, দলগতভাবে কাজ করতে সক্ষম এবং যোগাযোগে পারদর্শী, তারাই উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ এপ্রিল থেকে এবং চলবে টানা ১৪ দিন। আগ্রহীরা আবেদন করতে পারবেন দারাজ গ্রুপের ক্যারিয়ার পেজ থেকে। (https://careers.daraz.com/ )
বিভিন্ন ধাপের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। নির্বাচিতরা পাবেন নেতৃত্ব বিকাশে বিশেষায়িত প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং বাস্তবভিত্তিক প্রকল্পে কাজের অভিজ্ঞতা।
প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীরা দারাজের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পাবেন, যা তাদের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

দারাজ বাংলাদেশের এক সাবেক ডিএফএলপি অংশগ্রহণকারী আফিয়া তাহসিন বলেন, “দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম আমার ক্যারিয়ারে বড় ধরণের পরিবর্তন এনেছিল। প্রকৃত কাজের অভিজ্ঞতা, মেধাবী সহকর্মীদের সঙ্গে কাজ এবং বিভিন্ন বিভাগে ঘুরে শিখতে পারার সুযোগ আমাকে আত্মবিশ্বাসী করেছে ও নেতৃত্ব বিকাশে সহায়তা করেছে।”

দক্ষ ও উদ্ভাবনী নেতৃত্ব তৈরির লক্ষ্যেই দক্ষিণ এশিয়ায় যুব প্রজন্মের দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছে দারাজ। ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি শুধু ব্যবসার পরিধি নয়, বরং পুরো অঞ্চলের ডিজিটাল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন দারাজ গ্রুপের ক্যারিয়ার পেজে।(https://careers.daraz.com/ )

দারাজ গ্রুপ সম্পর্কে
২০১৫ সালে প্রতিষ্ঠিত দারাজ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম যা পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং মায়ানমারে কার্যক্রম পরিচালনা করছে। এটি ৫০ কোটির ও বেশি মানুষের বৃদ্ধিশীল এই অঞ্চলে বিক্রেতা ও ক্রেতাদের সর্বাধুনিক মার্কেটপ্লেস প্রযুক্তি প্রদান করে। ই-কমার্স, লজিস্টিকস, পেমেন্ট ও আর্থিক পরিষেবাগুলিকে নিয়ে এক সমন্বিত অবকাঠামো গড়ে দারাজ উন্নত শপিং অভিজ্ঞতা প্রদান এবং ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি করে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.