আজ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইং, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ ডিসেম্বর ২০১৫, শুক্রবার |

kidarkar

ইতিবাচক সিদ্ধান্তে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে

A-catagory-Sharebazarnews_শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন বেড়েছে ১৪ শতাংশ। এর প্রভাবে সার্বিক বাজার মূলধনের পরিমাণও বেড়েছে। উল্লেখ্য পুঁজিবাজারে ভাল মৌলভিত্তি কোম্পানির শেয়ার হিসেবে ‘এ’ ক্যাটাগরিকে বিবেচনা করা হয়। আর ডিএসইতে ‘এ’ ক্যাটাগরি সম্পন্ন কোম্পানির শেয়ারের লেনদেন বৃদ্ধি পাওয়াকে স্বাভাবিক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

৫ কার্যদিবসের মধ্যে ৪ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বাড়ছে বাজার মূলধনের পরিমাণ। পুঁজিবাজারকে ঘিরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ইতিবাচক সিদ্ধান্তে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। যার ফলে বাজারে স্থিতিশীলতার আভাস দেখা যাচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই সূত্র থেকে পাওয়া তথ্য মতে গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির লেনদেন তার আগের সপ্তাহের তুলনায় ১.১৪ গুন বা ১৪.৩১ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে টার্নওভার বেড়েছে ২৭৩ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৩৩৬ টাকা।

সূত্র মতে, গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ২ হাজার ১৮২ কোটি ২৯ লাখ ১০ হাজার ৪৮৩ টাকা। তার আগের সপ্তাহে ছিল ১ হাজার ৯০৯ কোটি ১১ লাখ ২৪ হাজার ১৪৭ টাকা।

এদিকে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমান লেনদেন হয়েছে তার ৮৭.০১ শতাংশ অবদান রেখেছে ‘এ’ ক্যাটাগরি।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরিতে বর্তমানে ২৭৪টি কোম্পানি রয়েছে। এর মধ্যে সাইফ পাওয়ার, বেক্সিমকো ফার্মা, বিএসআরএস স্টিল, স্কায়ার ফার্মা, ইফাদ অটোস, কেডিএস এক্সেসরিজ, খুলনা পা্ওয়ার, লাফার্জ সুরমা, সামিট পাওয়ার, এবং আমান ফিড মিলস লিমিটেড গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। সাপ্তাহিক টপটেন গেইনারের তালিকায় থাকা প্রায় সকল কোম্পানি ‘এ’ ক্যাটাগরির।

শেয়ারবাজারনিউজ/মু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.