আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ ডিসেম্বর ২০১৫, শুক্রবার |

kidarkar

ফ্রান্সে বন্ধ হচ্ছে ১৬০টি মসজিদ

mosjidশেয়ারবাজার ডেস্ক: ফ্রান্সে লাইসেন্স-বিহীন ও ঘৃণা প্রচারকারী মসজিদগুলোকে বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির নেতৃস্থানীয় ইমাম হাসান এল আলাওই। ফ্রান্সে জারি করা জরুরি আইনের মাধ্যমে মসজিদ বন্ধ করে দেয়া হবে। খবর আল-জাজিরার।

ইমাম হাসান বলেন, নতুন বছরের শুরুতে ফ্রান্সের ১৬০ টি মসজিদ বন্ধ করে দিতে পারে সরকার। ইমাম আরও বলেন, এসব মসজিদ থেকে ঘৃণা ছাড়ানো হয় ও কট্টর তাকফিরি মতবাদ প্রচার করা হয়। দেশব্যাপী অভিযান চালিয়ে এই সংখ্যা নির্ধারণ করেছে ফ্রান্স সরকার।

গত ১৩ নবেম্বর প্যারিস আক্রমণের পর ফ্রান্স সরকার ৩টি মসজিদ বন্ধ করে দিয়েছিল। তখন থেকেই ধারণা করা হচ্ছিল আরও কয়েকটি মসজিদ বন্ধ করার প্রক্রিয়ায় আছে ফ্রান্স কর্তৃপক্ষ।

ইমাম হাসান বলেন, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে এনিয়ে আলোচনা করেছেন। আলোচনায় ১০০ থেকে ১৬০ মসজিদের কথা উঠে এসেছে। এসব মসজিদের কোনো লাইসেন্স ছিল না। লাইসেন্সবিহীন অবস্থায় এসব মসজিদের কার্যক্রম চালাচ্ছিলও। এছাড়া এসব মসজিদে তাকফিরি মতবাদ প্রচার করা হতো। মসজিদ থেকে ঘৃণা ছড়ানোর কাজ চলত।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.