আজ: বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ইং, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ ফেব্রুয়ারী ২০১৫, সোমবার |

kidarkar

ওয়েস্ট ইন্ডিজের পরাজয়

Cricket WCup Ireland West Indiesশেয়ারবাজার ডেস্কঃ আয়ারল্যান্ড পরাজিত করলো ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০৫ রানের বিপরীদে। ম্যাচের শুরুতে মাত্র ৮৭ রানে ৫ ইউকেট হারিয়ে বেকায়দায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরে সপ্তম উইকেট জুটিতে সিমন্স-স্যামি যোগ করেন ১৫৪ রান। আর এতেই ক্যারিবীয়দের ভিত্তি হয় শক্ত। এর আগে নেলসনে বি গ্রুপের ম্যাচে টসে জিতে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ৫০ ওভার শেষে ৩০৪ রানের বড় ইনিংস গড়ে ওয়েস্ট ইন্ডিজ। এই স্কোর করতে তাদের উইকেট হারাতে হয়েছে সাতটি।

অন্যদিকে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে হোঁচট খেলেও সিমন্স-স্যামির কল্যাণে বড় সংগ্রহই গড়েছে ক্যারিবীয়রা। আয়ারল্যান্ডকে তারা টার্গেট দেয় ৩০৫ রানের। আর ৩০৫ রানের টার্গেট নিয়ে উরিয়ে দিলো আইরিশরা। ৪ উইকেট হাতে রেখেই পরাজিত করলো আয়ারল্যান্ডরা।দলের জয়ে বড় ভূমিকা রাখেন পল স্টারলিং। তিনি করেন ৯২ রান। এছাড়া এড জয়েস করেন ৮৪ রান। এবং অপাজিত থেকে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইল ও ব্রায়েন। তিনি করেন ৭২ রান। অন্যদিকে ৩৯ ওভার ২ বলে টেইলরের বলে এড জয়েস আউট হন। এরপর ৪১ ওভার ৩ বলে টেইলরের দ্বিতীয় শিকার হন অ্যান্ড্র–বালবিরনি। তিনি করেন ০৯ রান।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.