আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ ফেব্রুয়ারী ২০১৫, রবিবার |

kidarkar

ছয়দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট

dixon-world-bank-b9_82080শেয়ারবাজার ডেস্ক: বিশ্বব্যাংকের দায়িত্ব নেয়ার পরে প্রথমবারের মতো ঢাকা সফরে এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন। ছয়দিনের এ সফরে তিনি বেশকিছু দায়িত্বশীলদের সাথে সাক্ষাত করবেন।
অ্যানেট ডিক্সন ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিশ্বব্যাংকের ঢাকা অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
তিনি ২১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। এ সময় তিনি অর্থমন্ত্রীসহ সরকারি কর্মকর্তা, প্রাইভেট খাত ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে সুশাসন ও বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণমূলক কার্যক্রমের উন্নয়নে বিশ্বব্যাংকের সর্বোচ্চ সহযোগিতা করার বিষয় নিয়ে আলোচনা হবে বলে আন্তর্জাতিক এ সংস্থার ঢাকা অফিস জানিয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.