৪ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত বোর্ড সভা বিকেলে
শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো: সামিট এ্যালায়েন্স পোর্ট, লংকাবাংলা ফাইন্যান্স, ব্যাটবিসি এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঘোষণা অনুযায়ী বিকেলে অনুষ্ঠিত হবে এসব কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লংকাবাংলা ফাইন্যান্স:
লংকাবাংলা ফাইন্যান্সের বোর্ড সভা ২২ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি আগের বছর ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। আলোচিত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছিলো ৪৫ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিলো ২.০২ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছিলো ৩১.৭৫ টাকা এবং শেয়ার প্রতি কর্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছিলো ৬.৪৫ টাকা।
সামিট এ্যালায়েন্স পোর্ট:
সামিট এ্যালায়েন্স পোর্টের বোর্ড সভা ২২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে।
২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি আগের বছর ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
প্রাইম ইন্স্যুরেন্স:
প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি আগের বছর ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। আলোচিত সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিলো ২.৫৩ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছিলো ১৭.০৪ টাকা এবং শেয়ার প্রতি কর্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছিলো ২.১৫ টাকা।
ব্যাটবিসি:
ব্যাটবিসির বোর্ড সভা ২২ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটি গত বছর শেয়ারহোল্ডারদের জন্য সর্বমোট ৫৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
কোম্পানিগুলো সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
শেয়ারবাজারনিউজ/মু