আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ ফেব্রুয়ারী ২০১৫, সোমবার |

kidarkar

তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেল ইংল্যান্ড

iccশেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপের একাদশতম আসরে প্রথম দুই ম্যাচে  বিধ্বস্ত হয়েছিল ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে এসে বিশ্বকাপে স্বস্তির জয়ের দেখা পেল ইংলিশরা। সোমবার স্কটল্যান্ডের বিরুদ্ধে ১১৯ রানের বিশাল জয় পেয়েছে তারা।

ক্রাইস্টচার্চে প্রথমে ব্যাট করে মঈন আলীর সেঞ্চুরিতে ইংল্যান্ড ৮ উইকেটে ৩০৩ রান করে। জবাবে ৪২.২ ওভারে ১৮৪ রানে অলআউট হয় স্কটল্যান্ড। অলরাউন্ডিং পারফরম্যান্সে মঈন আলী ম্যাচ সেরা হন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট  করে ইংল্যান্ড। ইয়েন বেল ও মঈন আলীর ওপেনিং জুটিই দলকে বড় রানের ভিত গড়ে দেয়। তারা ১৭২ রানের রেকর্ড জুটি গড়েন। যা বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। ১৯৭৫ সালে পূর্ব আফ্রিকার বিপক্ষে অ্যামিস ও  বি উড ১৫৮ রান করেছিলেন।

স্কটিশদের ব্রেক থ্রু এনে দেন বেরিংটন। বেল ৫৪ রান করে ফিরেন। মঈন আলী তুলে নেন  সেঞ্চুরি। দলীয় ২০১ রানে মঈন আলীও প্যাভিলিয়নে ফিরেন। তিনি ১০৭ বলে ১২৮ রান (১২ চার, ৫ ছয়) করেন। পরে ব্যালেন্স, জো রুটরা সুবিধা করতে না পারলেও রানের দেখা পেয়েছেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। তিনি ৪২ বলে ৪৬ রান করেন। জেমস টেলর ১৭, বাটলার ১৪ বলে ২৪ রান করেন। দ্রুত রান তোলার কাজটা করতে গিয়ে শেষ দিকে অনেক উইকেট হারিয়েছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের পক্ষে ডেবি ৪টি উইকেট নেন।

জবাবে ৩০৪ রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছ স্কটল্যান্ড। ৫৪ রানে ৩ উইকেট হারায় তারা। ওপেনার কোয়েটজার একপ্রান্ত আগলে ছিলেন। দলীয় ১২২ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তিনিও আউট হন। মঈন আলীর শিকার হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৭১ রান করেন তিনি। অধিনায়ক মমসেন ২৬, ক্রস ২৩, মাজিদ হক ১৫ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ফিন ৩টি, মঈন আলী, ক্রিস ওয়েকস ও অ্যান্ডারসন ২টি করে উইকেট পান।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.