আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ ফেব্রুয়ারী ২০১৫, সোমবার |

kidarkar

অস্কার পেলেন যারা

oscar award picশেয়ারবাজার ডেস্ক: জাঁকজমকভাবে শেষ হয়ে গেলো ৮৭তম হলিউডের অস্কার অ্যাওয়ার্ড ।অস্কার সেরা ছবি হিসেবে পুরস্কার পেয়েছে ‘বার্ডম্যান’। সেরা অভিনেতা হিসেবে অ্যাওয়াড জিতেছেন ‘দ্য থিওরি অব এভরিথিং’ চলচ্চিত্রে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয় করা অভিনেতা এডি রেডমেইন এবং ‘স্টিল অ্যালিস’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জুলিয়ান মুর। সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেলেন ‘বার্ডম্যান’ ছবির নির্মাতা আলেজান্দ্রো গনজালেস ইনারিতু।

‘বার্ডম্যান’ ছবিটি সেরা ছবি ও সেরা পরিচালকের দুটো পুরস্কারসহ মোট চারটি পুরস্কার জিতে শীর্ষে থাকলেও সমপরিমান পুরস্কার জিতে নিয়ে বার্ডম্যানের কাঁধে কাঁধ ঠেকিয়েছে ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ চলচ্চিত্রটি।‘বার্ডম্যান’ ছবিটি দুই সেরার পাশাপাশি জিতেছে অরিজিনাল স্ক্রিনপ্লে এবং সিনেমাটোগ্রাফি পুরস্কারও। আর ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ পেয়েছে—প্রোডাকশন ডিজাইন, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, কস্টিউম ডিজাইন ও বেস্ট অরিজিনাল স্কোর পুরস্কার।

২০১৫ সালের অস্কার আসরে ‘হুইপল্যাশ’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন জেকে সিমন্স। অন্যদিকে, ‘বয়হুড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন প্যাট্রিসিয়া আরকুয়েটে।

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পাওয়েল পাউলিকোউস্কি পরিচালিত ‘ইদা’ ছবিটি।

এ ছাড়া অন্যান্য সেরা পুরস্কার হলো—
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ফিস্ট (প্যাট্রিক অসবোর্ন, ক্রিস্টিনা রিড)
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: বিগ হিরো-৬
সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: ইনটারস্টেলার

অ্যাচিভমেন্ট ইন সাউন্ড এডিটিং: আমেরিকান স্নাইপার

অ্যাচিভমেন্ট ইন সাউন্ড মিক্সিং: হুইপল্যাশ
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য ফোন কল
অ্যাচিভমেন্ট ইন ফিল্ম এডিটিং: হুইপল্যাশ (টমক্রস)
সেরা মৌলিক গান: গ্লোরি ফ্রম সেলমা-লনি লিন (কমন), জন স্টেফান (জন লিজেন্ড)
বেস্ট অরিজিনাল স্কোর: আলেজান্দ্রো ডেসপ্লাট-গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: গ্রাহাম মুর-দ্য ইমিটেশন গেম

শেয়ারবাজার/রা

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.