আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ ফেব্রুয়ারী ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের ছাড়

united states_23137শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রে ‘এইচ-১বি’ ভিসায় কর্মরতদের স্বামী বা স্ত্রীকে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কাজের অনুমতি দিচ্ছে মার্কিন সরকার। বুধবার মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগের (ইউএসসিআইএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্যসূত্রে জানা যায় এতে ভারতীয় নাগরিকরা অধিক সুফল লাভ করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এইচ-১বি’ ভিসায় কর্মরতদের স্বামী বা স্ত্রী, যারা ‘এইচ-৪’ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তাদের কাজ করার অনুমতি প্রদানের প্রক্রিয়া আগামী ২৬ মে থেকে শুরু হবে। অনুমতি পাওয়ার পর তারা যুক্তরাষ্ট্রে কাজ করতে পারবেন।’

যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া সংস্কারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সর্বশেষ নীতির আলোকে ইউএসসিআইএস এ ঘোষণা দিল। এর ফলে চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় পৌনে দুই লাখকর্মী বৈধভাবে কাজের সুযোগ পাবেন। পরবর্তী প্রতি বছরে আরও ৫৫ হাজার নতুন কর্মী এর আওতায় পড়বেন। সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া ও কানাডাতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউএসসিআইএসের ঘোষণায় বেশি সুফল পাবেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয়রা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক তথ্যে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ‘এইচ-৪বি’ ভিসায় অবস্থানরতদের ৭৬ শতাংশই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। এদের মধ্যে ভারতীয়ই বেশি।

প্রসঙ্গত, সাধারণত প্রযুক্তিসহ উচ্চতর দক্ষতা প্রয়োজন এমন খাতের কর্মীরা যুক্তরাষ্ট্রে ‘এইচ-১বি’ ভিসা পেয়ে থাকেন। আর তাদের স্বামী বা স্ত্রীরা পেয়ে থাকেন ‘এইচ-৪’ (স্বামী বা স্ত্রীর ওপর নির্ভরশীল বিবেচনায়) ভিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রে ‘এইচ-১বি’ ভিসায় কর্মরতদের স্বামী বা স্ত্রীদের বৈধভাবে কাজ করার সুযোগ নেই।

শেয়ারবাজার/ও

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.