আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ জানুয়ারী ২০১৫, সোমবার |

kidarkar

ফাইন ফুডসকে এক লাখ টাকা জরিমানা

শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে খাদ্য ও আনুসাঙ্গিক খাতভূক্ত কোম্পানি ফাইন ফুডসকে সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ ব্যাপারে কোম্পানি সচিব সোহেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ছুটিতে আছি। এরকম একটা জরিমানার ব্যপারে শুনেছি তবে এ সংক্রান্ত কোনো চিঠি এখনও আমরা পাইনি। বিএসইসি’র কাছে থেকে এমন কোনো চিঠি পেলে জানাতে পারবো।’

২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়া ফাইন ফুডস বাজারে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানি সর্বশেষ অর্থবছরে সাধারন বিনিয়োগকারীদের জন্য কোনো ধরনের ডিভিডেন্ড ঘোষনা করতে পারেনি। ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি সিকিউরিটিজ সংক্রান্ত আইন পরিপালন করতে ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ জরিমানা করা হয়।

কোম্পানিটি বর্তমানে খুবই নাজুক অবস্থায় আছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি টাকা। সর্বশেষ দিনের লেনদেন শেষে কোম্পানির শেয়ার দর কমে ১০.৭০ টাকায় এসে দাঁড়িয়েছে। কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য অবিহিত মূল্য বা ফেসভ্যালুর নিচে নেমে ৯.৯৪ টাকায় চলে আসে। সর্বশেষ প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ি, কর প্রদানের পর কোম্পানি লোকসান করেছে ৪ লাখ ৮০ হাজার টাকা ফলে শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ০.০৩৭ টাকা। কোম্পানিটি তালিকাভূক্ত হওয়ার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন আইন লঙ্ঘন করে শাস্তির মুখোমুখি হয়। মাত্র ৩.৪৯ শতাংশ শেয়ার পরিচালনা পর্ষদের কাছে রেখে ৯৬.০৬ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগকারীদের কাছে দিয়ে দেয়ায় কোম্পানির ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা।Fine Foods Limited_company_logo

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.