আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ ফেব্রুয়ারী ২০১৫, শনিবার |

kidarkar

রাশিয়ায় বিরোধী দলীয় নেতা নিহত

9b96fd91d4d044fb8279b43f81c6ae83_18শেয়ারবাজার ডেস্ক: আততায়ীর গুলিতে নিহত হয়েছেন রাশিয়ার অন্যতম প্রধান বিরোধী দলীয় নেতা বরিস নেমতসভ (৫৫) । স্থানীয় সময়  ১১টা ৩০মিনিটে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। আগামী রবিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরোধী এক সমাবেশে তার যোগ দেবার কথা ছিলো। সূত্র:আল-জাজিরা।

রাশিয়ার সরাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে জানানো হয়, ক্রেমলিনের পাশেই একটি সেতু পার হবার সময় তার ওপর এ অতর্কিত হামলা চালানো হয়্ এ সময় তার শরীরে চারটি গুলি করা হয়। আততায়িরা গাড়ি থেকে এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শিরা জানায়।

পুলিশ পুরো জায়গাটি ঘিরে রেখেছে।

১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে রাশিয়া হবার পর তিনি উপ-প্রধানমন্ত্রী  দায়িত্ব পালন করেন। এরপর তিনি বর্ত মান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী হিসেবে আন্দোলন শুরু করেন। সাম্প্রতিক সময়ে তিনি দুর্নীতি বিরোধী আন্দোলন ও প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.