আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ ফেব্রুয়ারী ২০১৫, শনিবার |

kidarkar

আরব-আমিরাতের বিপক্ষে ভারতের সহজ জয়

india_win_sm_492574871শেয়ারবাজার ডেস্ক: শেষ হয়ে গেল বিশ্বকাপ ২০১৫ এর ২১তম ম্যাচ, এগারোতম বিশ্বমঞ্চে নিজেদের তৃতীয় ম্যাচে টানা তৃতীয় জয় পেল ভারত। ১০৩ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৮.৫ ওভার খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে, এ ম্যাচে ৯ উইকেটের জয় নিয়ে ৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম অর্ধশতক করে ৫৭ রানে অপরাজিত থাকেন রোহিম শর্মা। আর ৩৩ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। এর আগে সংযুক্ত আরব আমিরাতের স্বল্প পুঁজির বিপক্ষে ব্যাটিংয়ে নামেন ভারতের দুই ওপেনার। বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ব্যাটিং সূচনা করতে আসেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। সপ্তম ওভারে দলীয় ২৯ রানের মাথায় শিখর ধাওয়ানকে ফেরত পাঠান আমিরাতের মোহাম্মদ নাভেদ। রোহান মুস্তফার তালুবন্দি হওয়ার আগে ধাওয়ান করেন ১৭ বলে তিনটি চারের সাহায্যে ১৪ রান।

এর আগে ব্যাটিং বিপর্যয়ের চরম উদাহরণ দিয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। দলীয় ৭১ রানে ৯ উইকেট হারানো আমিরাতের হয়ে গত ম্যাচের শতক হাঁকানো শাইমান আনোয়ার এ ম্যাচে করেন ইনিংস সর্বোচ্চ ৪৫ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে যাদবের বলে বোল্ড হন তিনি।

অস্ট্রেলিয়ার পার্থে ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নামে গতবারের চ্যাম্পিয়ন ভারত এবং অপেক্ষাকৃত দুর্বল দল সংযুক্ত আরব আমিরাত। এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির।

শেয়ারবাজার/রা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.